বঙ্গবন্ধুর জন্মদিনে উৎসবমুখর বিএফডিসি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠান এবং ১০২তম জন্মদিন উদযাপনে নানা আয়োজনে উৎসবমুখর হয়ে উঠেছে এফডিসি প্রাঙ্গণ।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৯টায় এফডিসির মসজিদে কোরআন খতমের মাধ্যমে শুরু হয় দিনব্যাপী আয়োজনের কর্মসূচি। এ আয়োজন চলবে রাত পর্যন্ত।
বেলা ১১টায় এফডিসির ভেতরে থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অন্যান্য সংগঠন। এ সময় উপস্থিত ছিলেন সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আহ্বায়ক অভিনেতা আলমগীরসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। জোহর নামাজের পর দোয়া মাহফিল হওয়ার মাধ্যমে শেষ হবে সকালের আয়োজন।
বিকেলের আয়োজন শুরু হবে ৪টা ৩০মিনিট থেকে। এর মধ্যে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠান রয়েছে। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সম্মতি দিয়েছেন ঢাকা ১৬ আসনের এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি থাকবেন রংপুর ১ আসনের এমপি মশিউর রহমান রাঙা। ৫টা ৩০ মিনিট থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত ৮টায় হবে 'চিরঞ্জীব মুজিব' সিনেমার প্রদর্শনীর মাধ্যমে পর্দা নামবে এই আয়োজনের।
এএম/এসএন