বাপ্পা মজুমদারের ইউটিউব চ্যানেলে পেন্টাগনের সুমনের গান

জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের মিউজিকে প্রকাশিত হলো পেন্টাগন ব্যান্ডের ভোকালিস্ট আলি সুমনের গাওয়া গান। শুধু তাই নয় ‘এ কোন দ্বিধায়’ শিরোনামে গানটি সোমবার (১৪ মার্চ) রাত ৮টায় বাপ্পা’র নিজস্ব ইউটিউব চ্যানেল বি এমজ ওয়ার্কস্টেশনের লেবেলে প্রকাশিত হয়েছে। পাশাপাশি তার ফেসবুক পেজেও শ্রোতাদের জন্য গানটি প্রকাশ করা হয়েছে।
‘এ কোন দ্বিধায়’ গানটির কথা লিখেছেন গীতিকার মারুফ হাসান। গান রিলিজের মুহূর্তে নিজের অনুভূতি জানিয়ে আলি সুমন বলেন, আমার উপর আস্থা রেখেছেন বাপ্পা। আমি প্রথমে একটু অভিভূত হলেও, পরে তার আস্থার উপর শ্রদ্ধা রেখে আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি। আমার দৃঢ় বিশ্বাস শ্রোতারা গানটা বরণ করে নেবে। এরই মধ্যে বেশ ভালো সাড়াও পাচ্ছি।’
বাপ্পা মজুমদার বলেন, ‘আলি সুমন আসলেই চমৎকার একটি কাজ করে ফেলেছেন। আমি অবশ্যই সবাইকে আমন্ত্রণ জানাব আমার ইউটিউব চ্যানেলে (এবং ফেসবুক পেজে) গানটি শোনার জন্য।’
এএম/এসএন
