মামলা থেকে মুক্তি পেলেন শিল্পা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি অর্থ আত্মসাতের মামলা থেকে মুক্তি পেয়েছেন।
সোমবার (১৪ মার্চ) মুম্বাইয়ের দায়রা আদালত শিল্পা ও তার বোন শমিতা শেঠির বিরুদ্ধে আনা অভিযোগ নাকচ করে দিয়ে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।
তবে আদালত জানিয়েছেন, এই দুই অভিনেত্রীর মা সুনন্দা শেঠির বিরুদ্ধে এই মামলা নিয়মমাফিক চলবে।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা গেছে, অর্থ আত্মসাতের অভিযোগে আন্ধেরির একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সম্প্রতি তিনজনকে সমন জারি করেছিলেন। একটি অটোমোবাইল এজেন্সির মালিকের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে সমন জারি করা হয়।
এই অভিযোগে উল্লেখ করা হয়, ২০২১ সালে সুনন্দা ও তার স্বামী সুরেন্দ্রর কোম্পানিকে ২১ লাখ টাকা ঋণ দিয়েছিলেন, যা তারা পরিশোধ করেননি।
এদিকে আদালত জানিয়েছেন, কোম্পানির এমন কোনো নথি পাওয়া যায়নি, যা থেকে প্রমাণ হয় শিল্পা ও শমিতা এর অংশীদার। সে জন্য তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদিকে মামলা থেকে রেহাই পেয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন শিল্পা ও শমিতা।
এএম/এমএমএ/
