হলিউড তারকার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন প্রিয়াঙ্কা

হলিউডের জনপ্রিয় তারকা জেরাড বাটলার। বলিউড তারকা প্রিয়াঙ্কার প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। কয়েকবার হাঁটু গেড়ে তিনি বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন বলিউডের এই তারকাকে। তবে সেই বিয়ের প্রস্তার বারবার প্রত্যাখ্যান কওে দেন সাবেক এই বিশ্বসুন্দরী।
তার অপেক্ষায় বেশ কয়েক বছর নাকি বসেই ছিলেন ‘পি এস আই লাভ ইউ’-এ অভিনীত তারকা জেরাড বাটলার।
ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ২০০৯ সালে ভারত সফরে আসেন বাটলার। তার জন্যই নিজের মুম্বাইয়ের বাড়িতে এক পার্টির আয়োজন করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।
এই অভিনেত্রীর ঘনিষ্ঠ একজন ফাঁস করেছেন, সেই পার্টিতে প্রিয়াঙ্কার রূপের ঝলকে মোহিত হয়ে গিয়েছিলেন হলিউডের সুপারস্টার। শুধু তাই নয়, বারবারই হাঁটু গেড়ে বসছিলেন বলিউড নায়িকার সামনে। প্রতি আধ ঘণ্টায় এক বার করে বিয়ের প্রস্তাব দিয়ে যাচ্ছিলেন তিনি।
তবে এত কিছুতেও মন গলেনি প্রিয়াঙ্কার। এতবার বিয়ের প্রস্তাব পেয়েও হেসেই উড়িয়ে দেন সব প্রিয়াঙ্কা।
২০১২ সালে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কাকে নিয়ে প্রশ্ন করা হয় ‘থ্রি হানড্রেড’, ‘গ্রিনল্যান্ড’-এর মতো জনপ্রিয় ছবির নায়ক বাটলারকে। তখনও নাকি হাসতে হাসতেই জেরাড বাটলার বলেছিলেন, ‘আমি এখনও সিঙ্গলই। কারণ আমি আজও প্রিয়াঙ্কা চোপড়ার অপেক্ষায়!’
তারও দশ বছর পরে এখন আমেরিকান গায়ক-অভিনেতা নিক জোনাসের সঙ্গে সুখী সংসার করছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি এক কন্যা সন্তানের মা-বাবাও হয়েছেন এই তারকা দম্পতি।
এএম/এমএমএ/
