৬০ বছর পূর্তিতে ৬০তম ট্যুর ঘোষণা করলো ‘রোলিং স্টোনস’
কিংবদন্তী রক ব্যান্ড ‘দি রোলিং স্টোনস’ এখনো দারুণভাবে ভক্তদের আন্দোলিত করে চলেছে। ফলে তারা একটি ইউরোপিয়ান ব্যান্ড ট্যুরের ঘোষণা করেছেন। নাম দিয়েছেন ‘সিক্সটি’ বা ‘৬০’।
দলটির ৬০ বছর পূর্তি উপলক্ষে ও সেটি উদযাপনের জন্য এই সিরিজ কনসার্টের নাম দিয়েছেন তারা ‘৬০’ বা ‘সিক্সটি’।
এই ট্যুরটি ‘দি রোলিং স্টোনস’র ২০২১ সালে মাকিন যুক্তরাষ্ট্র জুড়ে ‘নো ফিল্টার’ ট্যুরের পরের বিশ্বভ্রমণ।
সিক্সটি ট্যুরে তারা গাইবেন-ম্পেনের কেন্দ্রীয় রাজধানী মাদ্রিদ, জামানির মিউনিখ, গেলসেনকারচেন, ব্রিটেনের রাজধানী লন্ডন, লিভারপুল, নেদারল্যান্ডসের আমস্টারডাম, সুইজারল্যান্ডের রাজধানী ব্রেন, ইতালির রাজধানী মিলান, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, ফ্রান্সের রাজধানী প্যারিস, লিওন ও সুইডেনের রাজধানী স্টকহোমের কনসার্টগুলোতে।
মোট ১৩টি বিশ্বখ্যাত শহরে ১৪টি কনসার্ট করবেন দি রোলিং স্টোনস।
পরপর দুটি কনসার্ট করবেন তারা লন্ডনের হাইড পার্কে। তাদের সবই হবে এই গ্রীস্মকালে।
রোলিং স্টোনসের কনসার্ট শুরু হবে এ বছরের ১ জুন থেকে।
দীঘদিন পরে অনেক অপেক্ষার পালা শেষে মাতৃভূমি ব্রিটেনে ফিরবেন দলের প্রতিষ্ঠাতা সদস্য ও ভোকাল মিক জ্যাগার, সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান গিটারিস্ট কিথ রিচাডর্স এবং আরেকজন বিখ্যাত গায়ক রনি উড।
লিভারপুল শহরে তাদের বিশ্বখ্যাত ফুটবল দল লিভারপুল এফসির নিজেদের ফুটবল স্টেডিয়াম অ্যানফিল্ডে শহরটির মানুষ প্রথমবারের মতো স্টোনসের গান শুনতে পারবেন।
দলের ড্রামার চার্লি ওয়াটসের মৃত্যুর পর রোলিং স্টোনে ড্রামার হিসেবে এই কনসার্টগুলোর মাধ্যমে যোগ দিচ্ছেন স্টিভ জরডান।
শোগুলোর জন্য তারা নিজেদের যে গানগুলোকে নির্বাচন করে তালিকা প্রকাশ করেছেন সেগুলোর মধ্যে আছে-গিমি শেল্টার, পেইন্ট ইট ব্ল্যাক, জাম্পকিন জ্যাক ফ্যাশ, টাম্পলিং ডাইস, আই ক্যান্ট গেট নো স্যাটিসফেকশন, স্টাট মি আপসহ আরো অনেক বিখ্যাত ও হিট গান।
ওএস।