অস্কারজয়ী অভিনেতা উইলিয়াম হার্ট মারা গেছেন

মারা গেছেন অস্কারজয়ী অভিনেতা উইলিয়াম হার্ট।
রোববার (১৩ মার্চ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ অভিনেতা। মার্কিন গণমাধ্যম সিএনএনকে বিষয়টি নিশ্চিত করেছেন হার্টের বন্ধু গেরি বাইর্ন। তার বয়স হয়েছিল ৭১ বছর।
উইলিয়াম হার্টের পরিবারের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, ভালোবাসার বাবা, অস্কারজয়ী অভিনেতা ইউলিয়াম হার্ট আমাদের চিরতরে ছেড়ে গেছেন। তার ৭২তম জন্মদিনের এক সপ্তাহ আগে ১৩ মার্চ তিনি না ফেরার দেশে চলে গেলেন।
২০১৮ সালে প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছিল বিশ্বজয়ী এ অভিনেতার। তবে তার মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে সুস্পষ্ট করে হার্টের পরিবার কিছু বলেনি। তারা বলছে, পরিবারের সান্নিধ্যে, শান্তিতে ও স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে তার।
‘কিস অব দ্য স্পাইডার ওমেন’ সিনেমায় একজন দক্ষিণ আমেরিকান সমকামীর চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য ১৯৮৫ সালে সেরা অভিনেতা হিসেবে তিনি অস্কার পুরস্কার লাভ করেন। বিএএফটিএ ফিল্ম অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি। এ ছাড়া তিনবার অস্কার নমিনেশন পেয়েছিলেন উইলিয়াম হার্ট।
১৯৮০ সালে ‘অল্টারড স্টেটস’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দায় যাত্রা শুরু হয় এ অভিনেতার। ‘ব্যাড বয়’, ‘চিলড্রেন অব লেজার গড’, ‘ব্রডকাস্ট নিউজ’, ‘দ্য বিগ চিল’সহ অসংখ্য সিনেমায় নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন খ্যাতিমান এ অভিনেতা। তার অভিনীত সাম্প্রতিক সিনেমার মধ্যে আছে ‘দ্য ইনক্রেডিবল হাল্ক’, ‘ক্যাপ্টেন আমেরিকা’, ‘অ্যাভেঞ্জার’, ‘ব্যাক উইন্ডো’ ইত্যাদি।
এএম/এসএন
