মাহাতিম-অবন্তির ‘কথার জোনাকি’

প্রকাশিত হলো জনপ্রিয় গায়ক মাহাতিম সাকিব ও সারেগামাপা খ্যাত গায়িকা অবন্তি সিঁথির গাওয়া গান ‘কথার জোনাকি’। প্রসেনজিৎ ওঝার কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শোভন রায়। প্রোটিউনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘স্টুডিও প্রোটিউনবিডি’-তে গানটির ভিডিও সম্প্রতি অবমুক্ত করা হয়েছে।
গানটির মিউজিক ভিডিওতে মাহাতিম সাকিব ও অবন্তি সিঁথির পাশাপাশি আরও মডেল হয়ে কাজ করেছেন সাজ্জাদ ও আসপীয়া ওহী। এটি নির্মাণ করেছে প্রোটিউন টিম।
এ সম্পর্কে প্রোটিউনের কর্ণধার ও গীতিকবি প্রসেনজিৎ ওঝা বলেন, ‘গানটি প্রকাশের পর থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছি। মাহাতিম সাকিব ও অবন্তি সিঁথি দুজনেই খুব ভালো গান করেন। এই গানটি যেহেতু ভালো সাড়া পাচ্ছি ভবিষ্যতে তাই এই জুটিকে নিয়ে আরও গান করব। প্রোটিউনের সঙ্গে থাকার জন্য শ্রোতাদের অনেক ধন্যবাদ।’
মাহাতিম সাকিব বলেন, ‘গানের কথা ও সুর দারুণ। কাজটি প্রকাশের পর থেকেই ভালো সাড়া পাচ্ছি। শ্রোতারাই আমার গানের সব অনুপ্রেরণা। তাই তাদের প্রতি আমার ভালোবাসা ও কৃতজ্ঞতা।’
এএম/আরএ/
