মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫ | ২৩ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বিয়ে করাটাই বড় ভুল, সন্তানদেরও বিয়ে করতে উৎসাহ দেব না: তিশা

অভিনেত্রী তাসনুভা তিশা। ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে ছোট পর্দার দর্শকপ্রিয় ও আলোচিত অভিনেত্রী তাসনুভা তিশা। ব্যক্তিজীবনে ২০১৪ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন ফারজানুল হককে। সেই সংসারে ছিল তার একটি কন্যা ও পুত্র সন্তান। তবে বিয়ের ৪ বছরের মাথায় ভেঙে যায় অভিনেত্রীর সংসার। ২০১৮ সালেই স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন তিশা।

সিঙ্গেল মাদার হিসেবে কয়েক বছর থাকার পরে ২০২২ সালে আজগর নামের এক যুবককে বিয়ে করেন অভিনেত্রী। দুজনের পরিচয়ের মধ্যে থেকেই সেই সম্পর্ক বিয়েতে রূপ নেয়। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে সংসার, পাশাপাশি অভিনয়টা চালিয়ে গেলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে তাসনুভা তিশা বললেন, বিয়ে করাটাই সবচেয়ে বড়।

অভিনেত্রী বলেন, আমার মনে হয়, বাচ্চাদেরও আমি বিয়ে দেব না। মানে, তাদেরকে বিয়ের জন্য চাপ বা উৎসাহ দেব না। তবে যদি তারা নিজ থেকে কখনো বিয়েতে আগ্রহ হয় সেখানে আটকাবো না।

তিশা আরও বলেন, বিয়ে বিষয়টা অনেক বড় বিষয়। এটা একটা দায়িত্ব। বিশেষ করে মেয়েদের জন্য, তাদেরকে অন্য একটা পরিবারে যেতে হয়। অন্য একটা পরিবেশে মানিয়ে নিতে হয়। যদি আমার সন্তানেরা সেটা করতে চায়, তাহলে আমার আপত্তি নেই। তবে আমি তাদেরকে বিয়ের জন্য উৎসাহ দেব না। বাকিটা তাদের ইচ্ছা।

উল্লেখ্য, বর্তমানে তিশাকে অভিনেতা আরশ খানের সঙ্গে জুটি বেঁধে একাধিক নাটকে কাজ করতে দেখা যাচ্ছে। যে কারণে তাদেরকে নিয়ে প্রেমের গুঞ্জনও ছড়িয়েছে। তবে অভিনেত্রী জানিয়েছেন, আরশের সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই। একসঙ্গে জুটি বেঁধে কাজ করছেন বলেই বিভিন্ন গুজব ছড়িয়েছে।

Header Ad
Header Ad

চুয়াডাঙ্গা ডিসির অফিসিয়াল মোবাইল নম্বর হ্যাক, অর্থ লেনদেনে সতর্ক থাকতে বলা হয়েছে

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক (ডিসি)  জহিরুল ইসলাম। ছবিঃ ঢাকাপ্রকাশ

হ্যাক হয়েছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক (ডিসি)  জহিরুল ইসলামের  ০১৭১৫ ০৪৯৭২৫ অফিসিয়াল মোবাইল নম্বরটি।

এই নম্বর থেকে আজ মঙ্গলবার ( ৭ জানুয়ারি) সকাল ১০ টা ৫৮ মিনিটে হোয়াইটস আ্যাপে ম্যাসেজ  আসে- আর্জেন্ট 15 হাজার টাকা লাগবে এখন এই নাম্বারে পাঠায় দিয়ে 01623692691=15,000 বিকাশ পার্সোনাল।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে এ  ব্যাপারে জেলা চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম সবাই সতর্ক থাকার আহবান জানান।

তিনি বলেন, ব্যবস্থা নেয়া হচ্ছে।  দ্রুত ঠিক হয়ে যাবে। কেউ যেন ভুল করে কোন প্রতারকের খপ্পরে না পড়েন।  কেউ যেন উল্লেখিত নম্বরে কোন টাকা  না পাঠায়।  

এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানায় জিডি করা হয়েছে

Header Ad
Header Ad

দিল্লি থেকে ভিসা সেন্টার স্থানান্তরে সাড়া নেই ইউরোপের দেশগুলোর  

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসায় কড়াকড়ি আরোপ করায় বিপাকে পড়েছেন ইউরোপের কয়েকটি দেশে চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীরা। বাংলাদেশে কূটনৈতিক মিশন নেই- এমন সব দেশের ক্ষেত্রেই এই ঝামেলা হচ্ছে। বিষয়টি বিবেচনায় নিয়ে দিল্লির বিকল্প হিসেবে তৃতীয় কোনো দেশ থেকে ভিসাপ্রাপ্তি বা দিল্লি থেকে ঢাকায় ভিসা সেন্টার স্থানান্তরের চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। কিন্তু এ বিষয়ে ইউরোপের সংশ্লিষ্ট দেশগুলোর কাছ থেকে তেমন সাড়া পাওয়া যাচ্ছে না।

ঢাকা ও দিল্লিতে দায়িত্বপ্রাপ্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। এ সময় উপস্থিত রাষ্ট্রদূতদের কাছে বাংলাদেশিদের জন্য ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানান প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তিনি তাদের বলেন, ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় অনেক শিক্ষার্থী দিল্লি গিয়ে ইউরোপের বিভিন্ন দেশের ভিসা নিতে পারছে না। ফলে তাদের শিক্ষাজীবনে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো পাচ্ছে না বাংলাদেশের শিক্ষার্থীদের। ভিসা অফিস ঢাকায় অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তর হলে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন উভয়েই উপকৃত হবে বলে জানান প্রধান উপদেষ্টা।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও বুলগেরিয়ার উদাহরণ টেনে রাষ্ট্রদূতদের জানান, দেশটি ইতোমধ্যে বাংলাদেশিদের জন্য তাদের ভিসা সেন্টার ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে স্থানান্তর করেছে। তিনি ইইউভুক্ত অন্য দেশগুলোকেও একই প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দিল্লির বিকল্প হিসেবে তৃতীয় কোনো দেশ থেকে ভিসাপ্রাপ্তি বা দিল্লি থেকে ঢাকায় ভিসা সেন্টার স্থানান্তরে অন্তর্বর্তী সরকারের উদ্যোগের পর পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের চেষ্টার পরও ইউরোপের দেশগুলো থেকে কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যায়নি। তবে রোমানিয়ার ভিসার জন্য এখন থেকে বাংলাদেশি শিক্ষার্থীরা থাইল্যান্ড ও ভিয়েতনামে অবস্থিত দেশটির দূতাবাসে আবেদন করতে পারবেন। এ ছাড়া ভিয়েতনাম, পাকিস্তান ও কাজাখস্তানে বুলগেরিয়ার ভিসার আবেদন করতে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরা। ব্যাংকক থেকে ভিসা দেওয়ার কথা জানিয়েছে কাজাখস্তান। এই তিনটি ছাড়া অন্য দেশগুলোর সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু এই তিন দেশের বাইরে আর কোনো দেশ থেকে তেমন সাড়া পাচ্ছে না পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র জানায়, ঢাকায় দায়িত্বপ্রাপ্ত ইইউভুক্ত দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু তাতে তেমন সাড়া মিলছে না। অন্যদিকে দিল্লিতে ইইউভুক্ত যেসব দেশের দূতাবাস রয়েছে, তাদের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করেছেন সেখানকার বাংলাদেশ হাইকমিশনার ও কর্মকর্তারা। তাতেও উল্লেখযোগ্য সাড়া পাওয়া যায়নি ইইউ রাষ্ট্রদূতদের কাছ থেকে। এ ছাড়া ভিয়েনা থেকেও বাংলাদেশ মিশনের মাধ্যমে ইইউভুক্ত বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যাতে বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে দিল্লির বিকল্প একটি উপায় বের করা যায়। সে ক্ষেত্রেও কোনো দেশের নিশ্চয়তা পাওয়া যায়নি বা পাওয়ার সম্ভাবনাও অত্যন্ত ক্ষীণ। কারণ, বাংলাদেশে নতুন করে কোনো দেশের ভিসা অফিস খোলা ব্যয়সাপেক্ষ ও সময়সাপেক্ষ বিষয়। কাজেই কোনো দেশের স্বার্থ বাংলাদেশের সঙ্গে পর্যাপ্ত অর্থবহ না হলে নতুন বা বিকল্প ভিসা অফিস খুলতে আগ্রহী হবে না কোনো দেশ। এরপরও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রটি।

এদিকে বাংলাদেশি নাগরিকদের পশ্চিম ইউরোপের প্রায় সব দেশের ভিসা ঢাকা থেকেই হয়ে থাকে। আর বেশির ভাগ পূর্ব ইউরোপের দেশগুলোর ভিসা দিল্লি থেকে নিতে হয়। তবে ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ভারতীয় ট্যুরিস্ট ভিসা এখনো বন্ধ রয়েছে। সীমিতভাবে দেওয়া হচ্ছে জরুরি মেডিকেল ও শিক্ষার্থীদের জন্য তৃতীয় দেশের ভিসা। তবে অনেক শিক্ষার্থীই ভারতের ভিসা না পেয়ে ইউরোপে তাদের গন্তব্যের দেশে যেতে পারছেন না।

Header Ad
Header Ad

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৬  

মঙ্গলবার সকালে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প কেঁপে উঠে তিব্বত । ছবিঃ সংগৃহীত

মঙ্গলবার সকাল ৯টা ০৫ মিনিটে চীনের প্রত্যন্ত তিব্বত অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৩৬ জনে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রতিবেশী নেপালের রাজধানী কাঠমান্ডু এবং ভারতের কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভিতে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ভূমিকম্পের পর ধ্বংসাবশেষ চারপাশে ছড়িয়ে পড়েছে।চায়না ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) অনুসারে, সকাল ৯ টা ৫ মিনিটে নেপালের সীমান্তের কাছে ডিংরি কাউন্টিতে ৬.৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা ০৫ মিনিটে জিজাং (তিব্বত) স্বায়ত্তশাসিত অঞ্চলের জিগাজে শহরের ডিংরি কাউন্টিতে ৬.৮ মাত্রার ভূমিকম্পে ৩৬ জনের মৃত্যু ও ৩৮ জন আহত হওয়ার কথা নিশ্চিত করা হয়েছে।

সিনহুয়া আরো জানিয়ে, ভূমিকম্পের প্রভাব মূল্যায়নের জন্য স্থানীয় কর্তৃপক্ষ কাউন্টির বিভিন্ন শহরে যোগাযোগ করছে।

রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি আগে বলেছিল, ডিংরি কাউন্টি এবং এর আশেপাশের এলাকায় খুব শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে এবং ভূমিকেন্দ্রের কাছাকাছি অনেক ভবন ধসে পড়েছে।

সিনহুয়া আরো জানিয়ে, ভূমিকম্পের প্রভাব মূল্যায়নের জন্য স্থানীয় কর্তৃপক্ষ কাউন্টির বিভিন্ন শহরে যোগাযোগ করছে।

চীন আবহাওয়া প্রশাসনের মতে, ডিংরিতে তাপমাত্রা প্রায় মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াস (৪৬ ডিগ্রি ফারেনহাইট) এবং আজ সন্ধ্যায় তা মাইনাস ১৮-এ নেমে যাবে। এদিকে মঙ্গলবারের ভূমিকম্পটি গত পাঁচ বছরে ২০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল বলে সিউএনসি যোগ করেছে।

কাঠমান্ডুর পাশাপাশি এভারেস্টের নিকটবর্তী উচ্চ পর্বতমালায় নেপালের লোবুচের আশেপাশের অঞ্চলগুলো কম্পন এবং আফটারশকে কেঁপে উঠে।

এভারেস্টের কাছাকাছি অবস্থিত নেপালের নামচে অঞ্চলে সরকারি কর্মকর্তা জগৎ প্রসাদ ভুসাল বলেছেন, ভূমিকম্পে এ অঞ্চল বেশ প্রবলভাবে কেঁপে উঠেছে, সবাই জেগে আছে।

নেপালি স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ঋষি রাম তিওয়ারি বলেছেন, এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ ঘটনায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। নেপাল একটি প্রধান ভূতাত্ত্বিক ফল্টলাইনে অবস্থিত যেখানে ভারতীয় টেকটোনিক প্লেট ইউরেশিয়ান প্লেটের দিকে ঠেলে হিমালয় তৈরি করে এবং ভূমিকম্প একটি নিয়মিত ঘটনা। ভারতের বিহার রাজ্যে কিছু কম্পন অনুভূত হলেও কোনো আহতের খবর পাওয়া যায়নি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গা ডিসির অফিসিয়াল মোবাইল নম্বর হ্যাক, অর্থ লেনদেনে সতর্ক থাকতে বলা হয়েছে
দিল্লি থেকে ভিসা সেন্টার স্থানান্তরে সাড়া নেই ইউরোপের দেশগুলোর  
তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৬  
পল্টনে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
শ্রমিকলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করলো বিএনপির নেতাকর্মীরা  
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা  
টিউলিপের ওপর আস্থা রাখতে চান ব্রিটিশ প্রধানমন্ত্রী
হানিমুনে মালদ্বীপ যাচ্ছে তাহসান ও রোজা  
যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ৫ জন নিহত  
ঘুম থেকে উঠে দেখি, রাতারাতি মেজর ডালিম হয়ে গেছি  
শীতের মধ্যে দুই বিভাগে বৃষ্টির আভাস
বিডিআরে বিদ্রোহ হয়নি, ‘ওটা সেনা হত্যার ষড়যন্ত্র’: তদন্ত কমিশনের প্রধান
বাংলাদেশে ভূ-কম্পন অনুভূত  
পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
আন্দোলনে নিহত ছাত্রদল নেতার সন্তানের দায়িত্ব নিলেন তারেক রহমান
তামিমের ব্যাটে জয়ে ফিরলো ফরচুন বরিশাল
লন্ডন যাত্রায় খালেদা জিয়ার সফরসঙ্গী হচ্ছেন যারা
মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতি দিল এনবিআর
কলকাতায় বিমানবন্দরে আটকা পড়েছেন ২২০ বাংলাদেশি
৩১ ডিসেম্বরের মধ্যে পুরোপুরি চালু হবে ই-পাসপোর্ট