রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ | ২ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

নতুন প্রেমে মজেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অভিনয়ের পাশাপাশি লেখালেখি, ছবি আঁকা ও নাচসহ বহু গুণে গুণান্বিত তিনি। তবে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে দু’মুখো আচরণের কারণে সমালোচিত হয়েছেন এই অভিনেত্রী।

এরপর থেকেই অনেকটা আড়ালে চলে যান ভাবনা। তেমন একটা দেখা যাচ্ছিল না তাকে। বর্তমানে আড়াল ভেঙে ফের সবর হচ্ছেন কাজে। বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি ফেসবুকেও লিখে যাচ্ছেন নানা কথা। প্রকাশ করছেন নিজের আঁকা নানা ছবি ও কাজের তথ্য।

 

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছবি: সংগৃহীত

তারই ধারাবাহিকতায় শুক্রবার (১৫ নভেম্বর) একটি অনুষ্ঠানে অংশ নেন ভাবনা। এ সময় অতিথিদের সামনে তুলে ধরেন নতুন প্রেমের কথা। জানান, ছবি আঁকতে গিয়েই এবার সবুজ রঙের প্রেমে পড়েছেন তিনি।

ভাবনা বলেন, ইদানীং সবুজ রঙের প্রেমে পড়ছি। তাই গাছপালা, প্রকৃতির ছবি আঁকছি৷ তবে ব্যক্তি প্রেমে পড়তে চাই না।

ভাবনা জানান, ২০২৫ সালের বইমেলায় প্রকাশ হবে তার নতুন আরও একটি বই। নাম ‘আমার কোন বন্ধু ছিল না’। তবে এটি কবিতা, গল্প না উপন্যাস সে বিষয়ে বিস্তারিত জানাননি এই অভিনেত্রী।

 

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছবি: সংগৃহীত

এদিকে ভাবনা সবশেষ যুক্ত হয়েছেন ‘আলতাবানু জোছনা দেখেনি’ নামের সিনেমায়। হিমু আকরামের পরিচালনায় এতে জুলেখা চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। সিনেমাতে আরও থাকছেন কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ও ঢাকার অভিনেতা শরিফুল রাজ।

Header Ad

বিমানবন্দর থেকে দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান গ্রেফতার

দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান গ্রেফতার। ছবি: সংগৃহীত

বৈষম্য বিরোধী আন্দোলনের এক হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান।

শনিবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানা পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, শনিবার রাতে বিমানবন্দর থেকে আরিফ হাসানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে।

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দেশ ত্যাগের সময় গ্রেফতার করা হয়েছে আরিফ হাসানকে। পরে তাকে ডিবি পুলিশের মিন্টু রোডস্থ কার্যালয়ে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরিফ হাসান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক ও এ্যাটকোর সাধারণ সম্পাদক।

Header Ad

মাওলানা ভাসানী সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের প্রেরণাদাতা: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। সাম্রাজ্যবাদ, ঔপনিবেশবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে তিনি ছিলেন এক অদম্য প্রবাদ পুরুষ।

রোববার (১৭ নভেম্বর) মজলুম জননেতার ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে দেওয়া এক পোস্টে তারেক রহমান বলেন, “মজলুম জননেতা মাওলানা ভাসানী দেশমাতৃকার মুক্তির পথপ্রদর্শক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার অগাধ দেশপ্রেম ও শোষিতের পক্ষে অবস্থান ছিল আমাদের জন্য প্রেরণাদায়ী। তিনি মানুষের অধিকার আদায়ে দৃঢ় নেতৃত্ব দিয়েছেন এবং জাতিকে সাহস যুগিয়েছেন।”

তারেক রহমান আরও উল্লেখ করেন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে উপমহাদেশের নিপীড়িত-নির্যাতিত মানুষের অধিকার আদায়ে মাওলানা ভাসানী ছিলেন আপসহীন। তার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং কৃষক-শ্রমিক-মেহনতি জনতার অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছে।

তিনি বলেন, “তার নির্ভীক ও বলিষ্ঠ নেতৃত্ব শোষণের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিল। তার প্রতিবাদী কণ্ঠে অত্যাচারী শাসকগোষ্ঠীর ভিত কেঁপে উঠত। দেশের ভয়াবহ সংকটময় সময়গুলোতে তিনি সবসময় জনস্বার্থকে প্রাধান্য দিয়েছেন। এ কারণেই জনগণের মধ্যে তিনি আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে ওঠেন।”

তারেক রহমান আরও বলেন, “মাওলানা ভাসানী সবসময় অসহায় মানুষের পক্ষে কথা বলেছেন এবং গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে অটল থেকেছেন। তার আদর্শ আমাদের জন্য যুগ যুগ ধরে প্রেরণা হয়ে থাকবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র সুরক্ষায় তার অবদান আমাদের জাতিকে পথ দেখাবে।”

তিনি বলেন, “তার নিরলস সংগ্রামের মাধ্যমে শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। তার হুংকারে অত্যাচারীরা বারবার পরাজিত হয়েছে। এমন একজন আদর্শিক নেতা চিরকাল আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।”

তারেক রহমান তার পোস্টে মাওলানা ভাসানীর রুহের মাগফিরাত কামনা করে বলেন, “মাওলানা ভাসানীর মতো মহান নেতার আদর্শকে সঠিকভাবে অনুসরণ করতে পারলে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।”

Header Ad

ইসরায়েলের পাঁচ সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

ছবি: সংগৃহীত

লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের পাঁচ সামরিক ঘাঁটিতে ব্যাপক রকেট হামলা চালিয়েছে। এই হামলার লক্ষ্যবস্তু ছিল হাইফা শহর এবং এর আশপাশের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলো।

হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের যোদ্ধারা হাইফার একটি প্রযুক্তিগত ঘাঁটি, হাইফা নৌ ঘাঁটি, স্টেলা ম্যারিস নৌ ঘাঁটি, এবং এর আশপাশের দুটি সামরিক ঘাঁটিতে একযোগে হামলা চালায়। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে একটি গ্যাস স্টেশন এবং ক্ষেপণাস্ত্রের গুদামও ছিল।

ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, হাইফার একটি সিনাগগেও রকেট আঘাত হেনেছে। এর পাশাপাশি, লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গ্যালিলি এলাকায় প্রায় ২০টি রকেট ছোড়া হয়েছে বলে তারা নিশ্চিত করেছে।

এই রকেট হামলার পর ইসরায়েলি বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে পাল্টা হামলা জোরদার করেছে। সামরিক বাহিনীর দাবি, গত এক সপ্তাহে বৈরুতের দক্ষিণ শহরতলিতে ৫০টিরও বেশি হামলা চালানো হয়েছে।

হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিকে আরও ঘনীভূত করেছে। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলার ফলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে।

এই হামলাগুলো মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যকার সংঘাত যদি আরও বিস্তৃত হয়, তবে তা পুরো অঞ্চলে ব্যাপক প্রভাব ফেলতে পারে। সূত্র: এএফপি, টাইমস অব ইসরায়েল, আল-জাজিরা

Header Ad

সর্বশেষ সংবাদ

বিমানবন্দর থেকে দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান গ্রেফতার
মাওলানা ভাসানী সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের প্রেরণাদাতা: তারেক রহমান
ইসরায়েলের পাঁচ সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা
পরীক্ষায় ফেলের হতাশা থেকে স্কুলে হামলা, নিহত ৮
মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ
উত্তরের জনপদে শীতের আমেজ, পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রি সেলসিয়াস
নতুন প্রেমে মজেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা
এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত অস্ট্রেলিয়ার
ইলন মাস্কের সঙ্গে বৈঠকের কথা নাকচ করেছে ইরান
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ইসলামি বক্তা আব্দুল হাই সাইফুল্লাহ
পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৭ সেনা নিহত
বাংলাদেশের দুটি কিডনিই খেয়ে ফেলা হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য
গণঅভ্যুত্থানে আহত কাজলকে থাইল্যান্ড পাঠানো হচ্ছে
বাচ্চারা জীবন দেয় আর মুরব্বিরা পদ ভাগাভাগি করেন: হাসনাত আবদুল্লাহ
‘ভূ-রাজনৈতিক স্বার্থের আবর্তে আটকে বাংলাদেশ, রোহিঙ্গা সংকট সমাধানে প্রতিবেশীদের অনাগ্রহ’
মণিপুরে রণক্ষেত্র, ইন্টারনেট পরিষেবা বন্ধ
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের রোমাঞ্চকর জয়
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল
২১ নভেম্বর ঢাকা সেনানিবাস এলাকায় যান চলাচল সীমিত থাকবে
সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ মেনে নেবে না: তারেক রহমান