জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করায় শমী কায়সারের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত
বিগত ১৭ বছর আওয়ামী সরকারের আমলে নানা ঘটনায় ও ব্যক্তি জীবন নিয়ে সবসময় আলোচনায় থাকতেন অভিনেত্রী শমী কায়সার। এবার তার বিরুদ্ধে সাবেক প্রেসিডেন্ট ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।
গতকাল, সোমবার (১৪ অক্টোবর) দুপুরে মো. রেজোয়ান কবির নামের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক নেতা বাদী হয়ে মাগুরার চিফ জুডি শিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি করেছেন।
সংবাদমাধ্যমে মামলার বাদী রেজোয়ান কবির বলেন, আমরা দেখেছি শমী কায়সার নানা সময়ে আমাদের আবেগের জায়গা, জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, মুক্তিযোদ্ধা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করেছেন। বিগত ১৬ বছর বিভিন্ন গণমাধ্যমেও এসব অপপ্রচার চালিয়েছেন এই অভিনেত্রী। বিগত ১৬ বছর বিভিন্ন গণমাধ্যমেও এসব অপপ্রচার চালিয়েছেন এই অভিনেত্রী।
তিনি আরও বলেন, শমী কায়সার প্রয়াত প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষককে নিয়ে বিভ্রান্ত করেছেন। এ জন্য আমি আমার নৈতিকতার জায়গা থেকে এই অভিনেত্রীর বিচার চাই। তিনি যেন তার মিথ্যা কথার জন্য শাস্তি পান। সে কারণেই অভিনেত্রীর বিরুদ্ধে মামলা করেছি।
গণমাধ্যমে মামলার আইনজীবী কাজী মিনহাজ উদ্দিন বলেন, নানা সময়ে বিতর্কিত মন্তব্য করে জাতিকে বিভক্ত করেছেন শমী কায়সার। বাদী একশ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আসামি অভিনেত্রীর বিরুদ্ধে মামলা করেছেন। মামলাটি করার পর আদালত তা তদন্তের জন্য ঝিনাইদহের পিবিআইকে নির্দেশের পাশাপাশি ভবিষ্যতে কথাবার্তায় সতর্ক থাকতে বলেন।
উল্লেখ্য, সবশেষ ছাত্র-জনতার আন্দোলনের সময় ‘আলো আসবেই’ নামে খোলা হোয়াটসঅ্যাপ গ্রুপে তার অবস্থান নিয়ে আছে নানান বিতর্ক। কারণ গ্রুপটি খোলা হয়েছিল ছাত্রদের আন্দোলনের বিরুদ্ধে।