খুব শিগগিরই আমাকে বড় পর্দায় দেখা যাবে: তানজিন তিশা
গণমাধ্যমের সামনে বক্তব্য রাখছেন অভিনেত্রী তানজিন তিশা। ছবি: সংগৃহীত
ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। অসংখ্য নাটকের পাশাপশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন তিনি। তবে ভক্তদের প্রশ্ন, তিনি কি কখনো বড় পর্দায় কাজ করবেন? কাজ করলে, সেটা কবে? এবার ভক্তদের এই প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রী।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ভোলা জেলা শহরের উকিল পাড়ায় একটি শো-রুম উদ্বোধনে গিয়ে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী।
তানজিন তিশা বলেছেন, দর্শক যেহেতু চায়, তাই খুব শিগগিরই আমাকে বড় পর্দায় দেখা যাবে। এটা আমি বলতে পারি, বাকিটা আল্লাহ ভরসা। দর্শকের সাপোর্ট ও দোয়া থাকলে অবশ্যই আমাকে বড় পর্দায় দেখা যাবে।
উল্লেখ্য, টিভি নাটক ছাড়াও ওটিটিতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন তানজিন তিশা। শিগগিরই তাকে দেখা যাবে রায়হান রাফী পরিচালিত ‘ব্ল্যাক মানি’ নামে ওয়েব সিনেমায়। এই সিনেমায়ও দর্শক তিশাকে নতুনভাবে আবিষ্কার করবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।