পুত্র সন্তানের বাবা হলেন ব্যাচেলর পয়েন্টের ‘হাবু ভাই’
ছেলেকে কোলে নিয়ে চাষী আলম। ছবি: সংগৃহীত
ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা চাষী আলম। যিনি ‘ব্যাচেলর পয়েন্ট’র হাবু ভাই নামে বেশ পরিচিত। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে দর্শকের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন চাষী আলম। এরপর একের পর এক নাটকে কাজ করে যাচ্ছেন সবার প্রিয় ‘হাবু’ ভাই। নতুন খবর হলো, এ অভিনেতা ফুটফুটে এক পুত্র সন্তানের বাবা হয়েছেন।
গতকাল (১০ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন তার স্ত্রী তুলতুল ইসলাম। নাম রেখেছেন নূর ফারিস্তা। বৃহস্পতিবার (১১ জুলাই) তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
চাষী আলম বলেন, ‘মা ও ছেলে দুইজনে খুব ভালো আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
চাষী আলম গত বছর ২৫ আগস্ট তুলতুল ইসলামকে বিয়ে করেন। রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সে বছরই ২৪ আগস্ট তার গায়েহলুদের অনুষ্ঠান হয়েছে। চাষীর স্ত্রী ঢাকারই মেয়ে। স্নাতক সম্পন্ন করছেন।
জানা যায়, তুলতুলের এক ভাগনে চাষী অভিনয়ের ভক্ত। একদিন উত্তরার এক দোকানে কয়েকজন বন্ধু মিলে চটপটি খাচ্ছিলেন চাষী। ভাগনের সঙ্গে সেখানে তুলতুলও চটপটি খেতে এসেছিল। চাষীকে দেখে তুলতুল ও তার ভাগনে ছবি তোলেন। সেদিনই সেখানে তাদের প্রথম পরিচয়। এর কিছুদিন পর ফোনে তাদের দুজনের সম্পর্ক শুরু হয়।
উল্লেখ্য, চাষী আলম ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন। তবে মারজুক রাসেলের সঙ্গে একাধিক নাটকে অভিনয় করে তিনি আলোচিত হয়েছেন। তার অভিনীত বেশ কয়েকটি নাটক ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল। চাষী অভিনীত কাজল আরেফিন অমি নির্মিত ‘কিডনি’ ও ‘ফিমেল’ নাটক ব্যাপক প্রশংসিত হয়েছে।