পড়শী’র প্রেমে হাবুডুবু খাচ্ছে নিলয়!

জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী। গানের পাশাপাশি অভিনয়েও নিয়মিত তিনি। শাকিব খান, জোভান, কলকাতার ঋষি কৌশিকের বিপরীতে অভিনয় করেছেন ইতোমধ্যেই। গান সিনেমা ও নাটক সর্বক্ষেত্রেই নিজেকে মেলে ধরেছেন এই গায়িকা ও নায়িকা।
এবার নিলয়ের নায়িকা হয়ে দর্শকদের সামনে আসছেন পড়শী। আসছে ভালোবাসা দিবসের একটি নাটকে পড়শী ও নিলয় জুটি বেঁধেছেন ‘ভালোবাসি তোমাকে’ নাটকে।
সিএমভি’র ব্যানারে এ দুজনকে নিয়ে বিশেষ এই নাটক নির্মাণ করেছেন এসআর মজুমদার।
এ সম্পর্কে পড়শী জানান, এতে দেখা যাবে অরণীর প্রেমে পাগল ইফতি। অরণীকে ইমপ্রেস করতে একের পর এক ঘটনা ঘটিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতে থাকে ইফতি। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে তার সকল চেষ্টাতেই ঘটে বিড়ম্বনা। কখনও অরণীর পাড়ার ছেলেদের দৌড়ানি খায়, কখনও ভাড়া করা ছিনতাইকারী দিয়ে অরণীকে ছিনতাইয়ে ফেলে নিজেই সেখান থেকে রক্ষা করার কৌশল করে মার খায়!
ভালোবাসা দিবস উপলক্ষে শিগগিরই নাটকটি সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।
এএম/এএস
