তিন প্রেমিকার কবলে জোভান

শাওন রাইড শেয়ারিং অ্যাপে বাইক চালায়। উদ্দেশ্য যে টাকা আয় করা তাও নয়। শাওন মূলত রাইড শেয়ারিংয়ের আড়ালে খোঁজে একজন মনের মানুষ। তিনি প্রথমে শম্পার প্রেমে পড়েন। এরপর যথাক্রমে রিভি এবং টুই-এর প্রেমে। তিনটি প্রেমই দ্রুত সময়ে ভেঙে যায়।
এমনই এক চরিত্রে অভিনয় করেছেন জোভান। আর তার তিন প্রেমিকার চরিত্রে আছেন সারিকা সাবাহ, কেয়া পায়েল ও তানিয়া বৃষ্টি। নাটকটির নাম ‘অপশন বি’। নির্মাণ করেছেন মেহেদী রনি। নাটকটি রচনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব।
নির্মাতা মেহেদী রনি জানান, ‘নাটকটিতে অনেকগুলো বিষয়ের সমন্বয় করার চেষ্টা করেছি। রাইড শেয়ারিং, হঠাৎ প্রেম-বিচ্ছেদ এবং সংসার জীবন। সবগুলো বিষয় মিলিয়েই গল্পটি এগিয়েছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’
নাটকটি প্রযোজনা করেছেন অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। শিগগিরই নাটকটি সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
এএম/এএস
