দুর্গাপূজা উপলক্ষে বিটিভিতে ‘অর্ঘ্য’

দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য নির্মিত হয়েছে পূজার বিশেষ নাটক ‘অর্ঘ্য’। সঞ্জয়কান্ত’র রচনায় এটি প্রযোজনা করেছেন মাহফুজার রহমান।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুজাতা, সুব্রত চক্রবর্তী, মিষ্টি মারিয়া, শিশির আহসেদ, রিয়া চৌধুরী, বিমল ব্যানার্জি, প্রীতি জান্নাত, তাপস সরকার প্রমুখ। নাটকটি বিটিভিতে প্রচারিত হবে শনিবার (১ অক্টোবর) রাত ৯টায়।
গল্পে দেখা যাবে, মদে আসক্ত চারুশিল্পী অমল সেনের একমাত্র ছেলে বিমল সেন সকলের চোখের মণি। মা মরা বিমল পড়ালেখা শেষ করেও কোনো চাকরি পায় না। কিন্তু তাতে কোনো সমস্যা নেই। একই পাড়ার বড় ব্যবসায়ী প্রতাপ চৌধুরীর ডান হাত সে।
প্রতিবারের মতো প্রতাপ চৌধুরীই পাড়ার পূজার উদ্যোক্তা। আর পূজার স্টেজ সাজাবে অমল। একইভাবে পূজার চাঁদা তোলা, প্রতিমা নিয়ে আসা থেকে শুরু করে পূজার শেষঅব্দি সব দায়িত্ব বিমলের কাঁধে। কিন্তু বিমল প্রতিমা আনতে গেলেই ঘটে বিপত্তি। নানায় ঘটনায় এগোতে থাকে নাটকের গল্প।
এএম/এমএমএ/
