প্রথমবার সংসদ অধিবেশনে যোগ দিয়ে যা বললেন ফেরদৌস
ছবি: সংগৃহীত
আজ মঙ্গলবার বিকেল ৩টায় দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। অন্যান্য সংসদ সদস্যদের সঙ্গে প্রথম দিনের অধিবেশনে যোগ দিয়েছেন ঢাকা-১০ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অভিনেতা ফেরদৌস। সংসদের অধিবেশ কক্ষে গিয়ে সেলফিও তুলেছেন তিনি।
ফেরদৌস সেই ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ সকল ভালোবাসার মানুষের দোয়া চাই।’
চিত্রনায়ক ফেরদৌস আহমেদ সম্প্রতি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের হয়ে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বৈঠকে আবারও শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়। এ নিয়ে টানা চতুর্থবারের মতো স্পিকার নির্বাচিত হলেন তিনি। অধিবেশনে সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের নেতা শেখ হাসিনা এই সংসদে পঞ্চমবারের মতো সংসদ নেতার দায়িত্ব পালন করছেন। গত ১০ জানুয়ারি শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা।