রবিবার, ৬ অক্টোবর ২০২৪ | ২১ আশ্বিন ১৪৩১
Dhaka Prokash
Header Ad

তৃতীয় পক্ষকে দুষলেন অপু, ক্ষমা চাইলেন মুন্নীর কাছে

ছবি: সংগৃহীত

ফেইসবুকে দেওয়া লম্বা পোস্টে তাপসের স্ত্রী গান বাংলার চেয়ারম্যান ফারজানা মুন্নীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন অপু বিশ্বাস।

গোয়েন্দা পুলিশের কর্মকর্তা হারুন অর রশীদের অফিস থেকে ঘুরে আসার পর চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেছেন, ‘তৃতীয় পক্ষের কারণেই’ গান বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের সঙ্গে তার কিছু বিষয়ে জটিলতা তৈরি হয়েছিল।

 

বিষয়টি ’মিটামাট’ হয়ে যাওয়ার পর সবার ‘ভুল বোঝাবুঝির অবসান’ হয়েছে বলে আশা করছেন অপু। ফেইসবুকে দেওয়া লম্বা এক পোস্টে তাপসের স্ত্রী গান বাংলার চেয়ারম্যান ফারজানা মুন্নীর কাছে ক্ষমাও চেয়েছেন এই নায়িকা।

অপু ও তাপসকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ডাকা হয়েছিল মঙ্গলবার দুপুরে। সেখানে পুলিশের কর্মকর্তা হারুন অর রশীদের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনায় তারা নিজেদের মধ্যে মিটমাট নেন। পরে সেখানেই সবাই মিলে দুপুরের খাওয়া সারেন।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা- সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ- উত্তর) মো. জুনায়েদ আলম সরকার গণমাধ্যমকে বলেন, দীর্ঘসময় কথা বলে তাদের (অপু-তাপস) “ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।”

কী নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল, সেই প্রশ্নে পুলিশ কর্মকর্তা জুনায়েদ বলেছিলেন, “তাপস দুই দিন আগে তাদের কাছে অভিযোগ করেন, সোশাল মিডিয়ায় তিনি ‘বুলিং’এর শিকার হচ্ছেন। এসব কারণে তার ব্যক্তিগত জীবন এবং সুনাম ক্ষুণ্ন হয়েছে। অপু বিশ্বাসের বিরুদ্ধে সরাসরি অভিযোগ না করলেও তার সংশ্লিষ্টতার বিষয়ে জানার পর দুজনকেই পুলিশ ডেকে পাঠায়।“

 

ছবি: সংগৃহীত

ফেইসবুক পোস্টে অপু বলেন, “ডিবি অফিসে হারুন ভাইয়ের ব্যক্তিগত উদ্যোগে আমরা আমরাই খাবার টেবিলে বিষয়টি সমাধান করে নিয়েছি। আসলে তৃতীয় পক্ষের ভুলভাল ব্যাখ্যার কারণেই বিষয়টি দুর্গন্ধে পরিণত হয়েছিল।“

এই জটিলতার সূচনা হয় গত নভেম্বরের শুরুতে, তাপসের স্ত্রী গান বাংলার চেয়ারম্যান ফারজানা মুন্নীর ফেইসবুক পেইজের একটি পোস্ট থেকে। সেখানে বলা হয়, তাপসের সঙ্গে চিত্রনায়িকা শবনম বুবলীর প্রেম চলছে।

সেই ফেইসবুক পোস্টের স্ক্রিনশট সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর মুন্নী দাবি করেন, তার ফেইসবুক ‘হ্যাকড’ হয়েছে। তাপস-বুবলীর প্রেম সংক্রান্ত পোস্টটি তার দেওয়া নয়।

ভাইরাল হওয়া পোস্টে লেখা ছিল, "তাপস এবং বুবলী প্রেম করছে। বুবলী আমার পরিবার ধ্বংস করছে, ঠিক যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছে। এখন তার (বুবলী) টার্গেট তাপস। আমার যদি কিছু হয় তার জন্য তাপস এবং বুবলী দুজনেই দায়ী থাকবে।"

ওই ঘটনায় কলকাতার গণমাধ্যমকে অপু বিশ্বাস বলেন, এসব ব্যাপারে তিনি কখনও কোনো কথা বলতে চান না।

“মুন্নীর পোস্টে যেহেতু আমার নাম উল্লেখ করা হয়েছে তাই বলছি, আমাকে কিছু বলতে হবে না, সব সত্যি এমনিই প্রকাশ্যে আসবে।"

এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি অডিও ক্লিপ। বলা হয়, ওই কথোপকথন মুন্নী ও অপুর।

সেখানে কেবল একটি নারী কণ্ঠ শোনা যায়। তিনি বলছিলেন, পারিবারিক চাপের কারণেই তিনি নভেম্বরে ফেইসবুক ‘হ্যাকড’ হওয়ার কথা বলেছিলেন। ফেইসবুক আসলে ‘হ্যাকড’ হয়নি।

কথোপকথনের তিনি বারবার ‘অপু’ ‘অপু’ বলে সম্বোধন করছিলেন। ১৩ মিনিটের ওই অডিওতে সেই অপুর কোনো কথা শোনা যায়নি।

মুন্নী সে সময় এ নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেননি। অপু ওই অডিও ক্লিপের সত্যতা স্বীকার করেননি, আবার অস্বীকারও করেননি। তবে তীব্র প্রতিক্রিয়া দেখান বুবলী। যারা ‘মিথ্যা প্রপাগান্ডা’ ছড়ানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুমকি দেন।

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্ব পুরনো। দুই তারকার দ্বন্দ্বের কেন্দ্রের মানুষটি হলেন নায়ক শাকিব খান। দুজনের সঙ্গেই শাকিব খানের দাম্পত্য সম্পর্ক ছিল।

পুলিশ কর্মকর্তারা বলছেন, ফাঁস হওয়া ওই অডিও ক্লিপ ছিল ‘এডিট করা’। মুন্নীর কথা থাকলেও সুকৌশলে ফেলে দেওয়া হয়েছিল অপুর কথা। এতে ক্ষুব্ধ ছিলেন মুন্নী।

শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় এক সাক্ষাৎকারে মুন্নী কল রেকর্ড ফাঁসের জন্য অপুর দিকে অভিযোগের আঙুল তোলেন। তিনি বলেন, অন্যের কথায় তিনি বুবলীকে সন্দেহ করেছিলেন।

 

ছবি: সংগৃহীত

এখন ফেইসবুক পোস্টে মুন্নীকে ‘ভাবি’ সম্বোধন করে অপু লিখেছেন, “মুন্নি ভাবির কাছে আমার অনুরোধ, আপনিও আর মনে কিছু রাখবেন না, জানি আমার ভিডিও বার্তাটির মাধ্যমে আপনি মনে কষ্ট পেয়েছেন, ছোট বোন হিসাবে ক্ষমা করে দিবেন।

“সকলের অবগতির জন্য জানাচ্ছি, মুন্নী ভাবির সঙ্গে আমার কোনো অভিযোগ বা মনমালিন্য ছিল না এবং এখনও নেই। আমাদের মাঝে ভুল বোঝাবুঝি ছিল অনেকখানি। আমরা চলচ্চিত্রের সবাই একে অপরের সম্পূরক এবং খুবই ছোট্ট একটা জায়গা এই শিল্পাঙ্গন।“

বিষয়টি এখানেই ‘শেষ’ হয়েছে দাবি করে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে অপুর অনুরোধ, এ বিষয়টি নিয়ে আর কোনো কথাবার্তা বলে সমস্যা যেন বাড়িয়ে তোলা না হয়।

এ নায়িকা বলেন, “দিন শেষে আমরা সবাই আমাদের নিজ নিজ পরিবার নিয়ে ভালোভাবে থাকতে চাই।“

নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সাবেক এই স্ত্রী বলেন, “কিছুদিন পরেই নতুন বছর আসছে, আশা করি সবাই আমাদের ভুলগুলোকে শুধরিয়ে নিয়ে নতুন বছরটি বরণ করে সুন্দরভাবে এগিয়ে যাব।’’

 

Header Ad

সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার

সাবের হোসেন চৌধুরী। ছবি: সংগৃহীত

সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ও ঢাকা-৯ আসনের সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীকে গুলশান থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে তথ্য দেননি তিনি।

সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য সাবেরের বিরুদ্ধে গত সেপ্টেম্বরে এক ছাত্রদল নেতাকে বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগে মামলা হয়েছে। রাজধানীর খিলগাঁওয়ে প্রায় নয় বছর আগে ওই ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন খিলগাঁও থানা ছাত্রদলের তৎকালীন সভাপতি নুরুজ্জামান জনি। সেপ্টেম্বরে তার বাবা ইয়াকুব আলী বাদী হয়ে সাবেরসহ ৬২ জনের বিরুদ্ধে মামলাটি করেন।

ঢাকা ৯ আসনের সাবেক সংসদ সদস্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সবশেষ মন্ত্রিসভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ছিলেন। এর আগে ১৯৯৯ সালে তিনি প্রথমে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন। পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

সাবের হোসেন ২০২৩ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ পান। একাদশ সংসদে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বেও ছিলেন।

Header Ad

সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান আটক

আমিনুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে বনানী থেকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ আমিনুল ইসলাম খানকে বনানী থেকে আটক করেছে ডিবি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে।

এর আগে গতকাল শনিবার রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদকে। আজ ঢাকার আদালত তাকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন।

Header Ad

মধ্যপ্রাচ্যের প্রথম ক্যাসিনোর অনুমোদন দিল আরব আমিরাত

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বাণিজ্যিক গেমিং বা জুয়া খেলার লাইসেন্স দিলো আরব আমিরাত। মার্কিন লস এঞ্জেলেস ভিত্তিক ক্যাসিনো অপারেটর 'উইন রিসোর্টস' আরব দেশটিতে এই খেলা পরিচালনার লাইসেন্স পেয়েছে।

শনিবার (৫ অক্টোবর) উইন রিসোর্টস তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

উইন রিসোর্টের সদর দফতর যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের প্রধান শহর লাস ভেগাসে অবস্থিত। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের রাস আল খামিয়া এমিরেত (রাজ্য) আল মারজান দ্বীপে একটি বিলাসবহুল রিসোর্ট নির্মাণ করছে উইন। সেই রিসোর্টে ক্যাসিনো খোলার জন্য আমিরাতের সরকারের কাছে আবেদন করেছিল কোম্পানিটি। সেই আবেদন মঞ্জুর করে শনিবার উইন রিসোর্টকে লাইসেন্স প্রদান করল আমিরাতের সরকার।

উইন রিসোর্ট, আল মারজান দ্বীপ ও রাস আল খামিয়ার যৌথ বিনিয়োগে নির্মাণ হচ্ছে এই রিসোর্টটি। গত আগস্টে এক বিবৃতিতে উইন রিসোর্ট জানিয়েছিল, প্রকল্পটির জন্য এ পর্যন্ত ৫১ কোটি ৪০ লাখ ডলার বিনিয়োগ করেছে কোম্পানি কর্তৃপক্ষ। ১ হাজার ৫৪২টি কক্ষ বিশিষ্ট বিলাস বহুল এই রিসোর্টটি উদ্বোধন করা হবে ২০২৭ সালে।

ইসলাম ধর্মে জুয়া নিষিদ্ধ হওয়ায় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো আমিরাতেও জুয়া খেলা নিষিদ্ধ। তবে উইন রিসোর্ট আবেদনপত্রে উল্লেখ করছিল যে ইউরোপ-এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেসব পর্যটক আসেন, শুধু তাদেরকেই প্রবেশ করতে দেয়া হবে রিসোর্টের ক্যাসিনোতে। মূলত এই শর্তের ওপর ভিত্তি করেই লাইসেন্স প্রদান করেছে আবুধাবি।

আমিরাতে নিয়মিত লটারি এবং কমার্শিয়াল গেমিং হয়। এসব সঠিকভাবে পরিচালনার জন্য গত বছর একটি নিয়ন্ত্রক সংস্থা করেছে আমিরাত। গত মাসে আমিরাতে ক্যাসিনো খোলার জন্য আবেদন করেছে অপর মার্কিন কোম্পানি এমজেএম। সেই আবেদনও দেশটির সরকার মঞ্জুর করবে বলে আশা করা হচ্ছে।

২০২২ সালে পর্যটন খাতকে শক্তিশালী করতে এক মহাপরিকল্পনা নেয় আমিরাতের সরকার। এই পরিকল্পনা আওতায় পর্যটন খাতে ২০২২ থেকে ২০৩১ সাল পর্যন্ত ২ হাজার ৭২০ কোটি ডলার বিনিয়োগের এবং এই সময়সীমার মধ্যে ৪ কোটি পর্যটককে স্বাগত জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

Header Ad

সর্বশেষ সংবাদ

সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার
সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান আটক
মধ্যপ্রাচ্যের প্রথম ক্যাসিনোর অনুমোদন দিল আরব আমিরাত
ডিসিদের দুর্নীতির অনুসন্ধান ও ৬৫ জনের হিসাব জব্দে দুদকে আবেদন
‘আন্দোলনে নিহত ১০৫ শিশুর পরিবার ৫০ হাজার টাকা করে পাবে’
কুবিতে সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বিএসএফের গুলিতে নিহত স্বর্ণা দাসের পরিবারের পাশে তারেক রহমান
লেবাননে ইসরায়েলি হামলায় ১১ দিনে শতাধিক শিশু নিহত: ইউনিসেফ
ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে ৭ দিনের আল্টিমেটাম
কাদের-নানক-হারুনের বিষয়ে তথ্য পেলেই গ্রেপ্তার: র‌্যাব
কলকাতার রাস্তায় দেখা মিলল ঢাকার আলোচিত কাউন্সিলর আসিফের
আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই: দুদু
জুলাই বিপ্লবের পর সেনাবাহিনী জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছে: ড. ইউনূস
ইরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা নেতানিয়াহুর
সতর্ক না করেই ভারত পানি ছাড়ায় বন্যা ভয়াবহ রূপ নিয়েছে: পানি সম্পদ উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের গণতন্ত্র রক্ষায় ট্রাম্পকে জিততে হবে: ইলন মাস্ক
আন্দোলনে ছাত্র-জনতার পাশে ছিলাম, অভ্যুত্থান সফল করতে কাজ করছি: র‍্যাব পরিচালক
তারেক রহমানের সব মামলা আইনিভাবে মোকাবিলা করা হবে: কায়সার কামাল
রাতে আর্জেন্টিনাকে হারালেই ব্রাজিলের হেক্সা মিশন পূরণ
স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা, চিরকুটে লেখা দাফনের টাকা কোথায় রাখা !