শপথ নিলেন মৌসুমী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে কম জল ঘোলা হয়নি। বিশেষ করে সাধারণ সম্পাদক পদে নিপুণ আক্তার ও জায়েদ খানের লড়াই গড়িয়েছে আদালত পর্যন্ত। অবশেষে আপিল বিভাগের রায়ে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন নিপুণ আক্তার। এতে করেই সব নাটকীয়তার অবসান হয়েছে।
এবার দীর্ঘ নয়মাস পর কার্যনির্বাহী সদস্য হিসেবে শপথ নিলেন জায়েদ খান প্যানেল থেকে জয়ী চিত্রনায়িকা মৌসুমী।
রবিবার (২৭ নভেম্বর) এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে ইলিয়াস কাঞ্চন শপথবাক্য পাঠ করান মৌসুমীকে। এ সময় উপস্থিত ছিলেন নিপুণ আক্তার, ডিপজল, আলীরাজ, সাইমন সাদিক, ইমনসহ সমিতির নির্বাচিতরা। শপথ শেষে মৌসুমী বলেন, ‘অবশেষে সবকিছুর অবসান হলো। আমরা সবাই একত্রে কাজ করব।’
সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমার একটা যন্ত্রণা ছিল। সেই যন্ত্রণা অবশেষে লাঘব হলো। এখন আমরা সবাই মিলেমিশে একত্রে কাজ করব। চলচ্চিত্র শিল্পী সমিতি আরও বেশি এগিয়ে যাবে সবার সহযোগিতায়।’
এদিকে, শপথ নেওয়া নতুন এই কমিটি দুই বছরের জন্য চলচ্চিত্র শিল্পীদের নেতৃত্ব দেবে।
এএম/আরএ/
