মিলছে না আঙুলের ছাপ, সাইফের হামলাকারী বাংলাদেশি শরিফুল নন!
ছবি: সংগৃহীত
বলিউড অভিনেতা সাইফ আলি খানকে হামলা করার ঘটনায় একের পর এক নতুন রহস্য উন্মোচিত হচ্ছে। ফরেন্সিক পরীক্ষার পর সম্প্রতি পাওয়া তথ্য আরও বিভ্রান্তি তৈরি করেছে, যা সাইফের হামলাকারী সম্পর্কে নতুন প্রশ্ন উঠিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ১৫ জানুয়ারি দিবাগত রাতে সাইফ আলি খান মুম্বাইয়ের বান্দ্রায় তার বাড়িতে হামলার শিকার হন। এই হামলার জন্য মুম্বাই পুলিশ ৩০ বছর বয়সী মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ নামে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করে।
হামলার পর সাইফকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার মেরুদণ্ড থেকে ধারালো অস্ত্র বের করা হয়। হামলাকারীর আঙুলের ছাপ খুঁজতে পুলিশ সাইফের বাড়ি থেকে ১৯টি আঙুলের ছাপ সংগ্রহ করে, যেগুলোর মধ্যে শরিফুলের আঙুলের ছাপ মিলিয়ে দেখা হয়। তবে সম্প্রতি মহারাষ্ট্র সিআইডি-এর ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের পরীক্ষার পর প্রকাশিত রিপোর্টে জানা যায়, হামলাকারীর আঙুলের ছাপের সঙ্গে শরীফুলের আঙুলের ছাপের কোনো মিল পাওয়া যায়নি।
এদিকে, সিসিটিভি ফুটেজ থেকেও সাংবাদিকরা দাবি করেন, হামলাকারীর চেহারার সঙ্গে শরীফুলের কোনো সাদৃশ্য নেই। এই রিপোর্ট প্রকাশ হওয়ার পর অন্তর্জালে নানা প্রশ্ন উঠেছে—তাহলে কি শরীফুলকে ভুলভাবে অভিযুক্ত করা হচ্ছে?
তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি সাইফ আলি খান কিংবা তার পরিবার। তারা হামলাকারী সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য সরবরাহও করেননি, এবং শরীফুলের সঙ্গে হামলাকারীর কোনো সম্পর্ক নেই বলেও তারা স্পষ্টভাবে কিছু বলেননি।