রবিবার, ৩০ মার্চ ২০২৫ | ১৬ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

দক্ষিণী অভিনেত্রীর ব্যক্তিগত ভিডিও ফাঁস!

অভিনেত্রী প্রজ্ঞা নাগরা। ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী প্রজ্ঞা নাগরা, তামিল সিনেমা দ্বারা তার অভিনয় ক্যারিয়ার শুরু হয়েছিল। তার একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে অস্বস্তিকর অবস্থায় রয়েছেন এই তারকা অভিনেত্রী।

সম্প্রতি অনলাইনে এই অভিনেত্রীর ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়েছে, যা আলোচনা-সমালোচনার ঝড় তুলছে। যদিও ভিডিওগুলোর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি, এবং ভিডিওতে যে নারীটিকে দেখা যাচ্ছে, তিনি আসলেই প্রজ্ঞা নাগরা কিনা, তা স্পষ্ট নয়। তবে, ভিডিওগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং ভাইরাল হয়ে গেছে। এখন পর্যন্ত প্রজ্ঞা নাগরা এই বিতর্ক নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।

অভিনেত্রী প্রজ্ঞা নাগরা। ছবি: সংগৃহীত

প্রজ্ঞা নাগরা, হরিয়ানার পাঞ্জাবি পরিবার থেকে আসেন। ২০২৩ সালে তিনি মালায়ালাম কমেডি ড্রামা নাদিকালিল সুন্দরী যমুনাতে প্রধান চরিত্রে অভিনয় করেন, যা বাণিজ্যিকভাবে সফল হলেও এর অনেক প্রতি সমালোচনাও ছিল। এটি একটি সামাজিক-রাজনৈতিক নাটক। যেখানে তিনি একজন কন্নড় মেয়ের ভূমিকায় অভিনয় করেন। তাছাড়া, তেলুগু সিনেমায় তার অভিষেক হয় ‘লাগগাম’ ছবির মাধ্যমে।

উল্লেখ্য, ২০২২ সালে তামিল মুভি ভারালারু মুক্কিয়ামে আত্মপ্রকাশ করেন প্রজ্ঞা নাগরা। সেখানে তিনি একজন মালয়ালি মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। সিনেমাটি তেমন সফল না হলেও প্রজ্ঞার অভিনয় দক্ষতা দর্শকদের দ্বারা প্রশংসিত হয়েছিল।

Header Ad
Header Ad

কারাগারে ঈদ: জেলে বন্দি নেতারা কেমন কাটাবেন ঈদের দিন?

ছবি: সংগৃহীত

দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তনের পর এবার কারাগারেই ঈদ কাটাতে হবে আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা ও প্রভাবশালী ব্যক্তিত্বকে। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি ভারতে আশ্রয় নেন। এরপর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে যান কিংবা বিদেশে পালিয়ে যান। তবে অনেকেই পালানোর সুযোগ না পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন এবং বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।

গত ১৩ আগস্ট নৌপথে পালানোর চেষ্টার সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। এরপর একে একে গ্রেপ্তার হন আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী, যাদের মধ্যে অনেকেই ছিলেন সরকারের মন্ত্রী, এমপি এবং প্রভাবশালী রাজনীতিবিদ।

একসময় ঈদে আরাম-আয়েশ ও প্রাচুর্যের মধ্যে দিন কাটানো এসব নেতারা এবার কাটাবেন চার দেয়ালের মধ্যে। সেখানে থাকবে না ভক্ত-সমর্থকদের ভিড়, থাকবে না কোনো উৎসবের আমেজ। তবে, কারাগারে থেকেও কিছু বিশেষ সুবিধা পাবেন ডিভিশনপ্রাপ্ত ভিআইপি বন্দিরা।

কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঈদের দিনে ডিভিশনপ্রাপ্ত বন্দিরা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। একই সঙ্গে তারা স্বজনদের পাঠানো বাড়ির তৈরি খাবার খাওয়ার সুযোগও পাবেন। নিরাপত্তাজনিত কারণে সাধারণত বন্দিদের ফোনে কথা বলার সুযোগ না থাকলেও ঈদ উপলক্ষে বিশেষ অনুমতি দেওয়া হবে। তবে, নির্দিষ্ট নাম্বার যাচাই-বাছাই শেষে কথা বলার সুযোগ মিলবে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিনে সব বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা থাকবে। সকালে থাকবে পায়েস ও মুড়ি, দুপুরে পরিবেশন করা হবে পোলাও, গরুর মাংস, মিষ্টি ও সালাদ। দুপুরের খাবারের পর পান-সুপারির ব্যবস্থা থাকবে। রাতের খাবারে থাকছে মাছ, ডিমের কোরমা, ভাত ও আলুর দম।

কারাগারে বন্দি রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব। কাশিমপুর কারাগারে আছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, সাবেক সংসদ সদস্য হাজী সেলিম, বি এম ফজলে করিম চৌধুরী, এম এ মালেক, আব্দুর রহমান বদি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান মিয়া গোলাপ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, সাংবাদিক মোজ্জাম্মেল হক বাবু, শ্যামল দত্ত, শাকিল আহমেদ ও দেশ টিভির এমডি আরিফ হোসেন।

কাশিমপুরের নারীদের ভবনে রয়েছেন সাবেক শিক্ষা ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক এমপি ও হুইপ মাহবুব আরা বেগম গিনি, সাবেক এমপি মাসুদা সিদ্দীক রোজী ও সাংবাদিক ফারজানা রুপা।

এছাড়াও বিভিন্ন কারাগারে রয়েছেন সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রীর বিদ্যুৎ উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানসহ আরও অনেকে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ভিআইপি বন্দিদের জন্য কারাগারের ভেতর নামাজ পড়ার ব্যবস্থা থাকবে। সাধারণ কয়েদিদের সঙ্গে তারা ঈদের নামাজ আদায় করবেন না। কারাগারের খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে, নারী বন্দিদের জন্য আলাদা জামাতের ব্যবস্থা করা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফরহাদ জানিয়েছেন, সাধারণ নিয়মে বন্দিরা ১৫ দিনে একবার স্বজনদের সঙ্গে দেখা করতে পারেন। তবে, ঈদের দিন বিশেষভাবে একবার দেখা করার সুযোগ পাবেন ভিআইপিসহ সব বন্দি। একই সঙ্গে তারা স্বজনদের পাঠানো খাবারও গ্রহণ করতে পারবেন। ঈদের দিন ও পরবর্তী দুই দিনে একবার করে বন্দিরা ৫ মিনিট ফোনে কথা বলার সুযোগ পাবেন। তবে, ভিআইপি বন্দিদের ক্ষেত্রে কোন নাম্বারে কথা বলা হবে, তা আগেই জানাতে হবে এবং যাচাই-বাছাইয়ের পর অনুমোদন দেওয়া হবে।

যারা এতদিন প্রভাবশালী অবস্থানে থেকে ঈদ উদযাপন করতেন, এবার তাদের কাটাতে হবে জেলে। বিলাসবহুল আয়োজন থেকে সরে এসে এবার তাদের ঈদের দিন কাটবে বন্দিদশায়, চার দেয়ালের মাঝে সীমিত সুযোগ-সুবিধার মধ্যেই পালন করতে হবে ঈদ। তবে, কারাগারের নির্ধারিত বিশেষ সুবিধার মধ্যে তারা কিছুটা হলেও উৎসবের আমেজ অনুভব করতে পারবেন।

Header Ad
Header Ad

শিল্পকলায় ‘চাঁদ রাতের আনন্দ অনুষ্ঠান’ থাকছে মাইজভান্ডারী গানের পরিবেশনা  

ছবিঃ সংগৃহীত

ঈদ-উল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে রাজধানীর সেগুনবাগিচায় একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে মনোজ্ঞ পরিবেশনা। প্রথমবারের মতো ‘চাঁদ রাতের আনন্দ অনুষ্ঠান’ শিরোনামের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এর পৃষ্ঠপোষকতায় রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

রোববার (৩০ মার্চ) সন্ধ্যা ৭ টায় শুরু হবে এই সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেবে ব্যান্ডদল বেঙ্গল সিম্ফনী, জনপ্রিয় কন্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। এছাড়াও থাকছে আহমেদ নূর আমেরী কাওয়ালী ও মাইজভান্ডারী পরিবেশনা।

জানা গেছে, সঙ্গীত পরিবেশনার পাশাপাশি থাকবে মেহেদী কর্ণার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক ও সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন।

পরিবেশনার শুরুতেই কাওয়ালি ও মাইজভান্ডারী পরিবেশন করবেন আহমেদ নূর আমেরী ও সহশিল্পীবৃন্দ। এরপর ন্যান্সি একক পরিবেশনা উপস্থাপন করবেন। সবশেষে সমবেত সঙ্গীত পরিবেশন করবে ‘দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না’ খ্যাত ব্যান্ডদল বেঙ্গল সিম্ফনী।

প্রসঙ্গত, ‘চাঁদ রাতের আনন্দ অনুষ্ঠান’ অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

Header Ad
Header Ad

নিজেদের নয়, প্রকৃতিকে ঈদ উপহার দেওয়া উচিৎ : পরিবেশ উপদেষ্টা  

ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ঈদের দিন শুধু নিজেদের নয়, প্রকৃতিকেও উপহার দেওয়া উচিত।

রবিবার (৩০ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় পরিবেশ উপদেষ্টা বলেন, দীর্ঘ এক মাসের আত্মশুদ্ধির পর ঈদুল ফিতর আনন্দ, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের এক মহিমান্বিত বার্তা নিয়ে এসেছে।

রিজওয়ানা হাসান বলেন, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি আমাদের প্রকৃতির প্রতিও যত্নশীল হতে হবে। যেখানে সেখানে বর্জ্য না ফেলে, পানি অপচয় না করে পরিবেশবান্ধবভাবে উৎসব উদযাপনের আহ্বান জানান তিনি।

সৈয়দা রিজওয়ানা হাসান সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সামর্থ্যবান সবার প্রতি আহ্বান জানান। তিনি দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও সুস্থতা কামনা করেন এবং নিরাপদভাবে ঈদ উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

কারাগারে ঈদ: জেলে বন্দি নেতারা কেমন কাটাবেন ঈদের দিন?
শিল্পকলায় ‘চাঁদ রাতের আনন্দ অনুষ্ঠান’ থাকছে মাইজভান্ডারী গানের পরিবেশনা  
নিজেদের নয়, প্রকৃতিকে ঈদ উপহার দেওয়া উচিৎ : পরিবেশ উপদেষ্টা  
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৪৭৮টি যান পারাপার  
রেলের কেউ কালোবাজারিতে জড়াতে সাহস পায়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা    
রাজধানীতে কখন কোথায় ঈদ জামাত
জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রধান উপদেষ্টা  
ছোট সাজ্জাদকে গ্রেপ্তারের জেরে প্রাইভেটকারে এলোপাতাড়ি গুলি, নিহত ২  
খুলনায় আ.লীগ নেতাদের চাঁদায় এনসিপির ব্যানারে ইফতার  
খুলনায় মধ্যরাতে সন্ত্রাসীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি  
নির্বাচনে থাকছেনা পোস্টার, প্রার্থীর প্রচারে থাকবে কাপড়ের ব্যানার
যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, বেঁচে নেই আরোহীদের কেউ  
টাঙ্গাইলে একদিন আগে ৪০ পরিবারের ঈদ উদযাপন  
সৌদির সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরে ১০ গ্রামে ঈদ উদযাপন  
ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী
নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ইমরান খান
চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল সৌদিতে ঈদ
ভারত-পাকিস্তানে ঈদের তারিখ ঘোষণার পর বাংলাদেশের বিষয়ে যা জানা গেল
দুপচাঁচিয়ায় শহীদ যুবদল নেতার পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার