পুলিশ হেফাজতে সালমান খানের বাড়িতে হামলার অস্ত্রদাতার আত্মহত্যা
ছবি: সংগৃহীত
পুলিশ হেফাজতে আত্মহত্যা করেছেন বলিউড অভিনেতা সালমান খানের বাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত সেই অস্ত্রদাতা। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সালমান খানের বাড়িতে হামলার মামলায় পুলিশ ভিকি গুপ্তা (২৪), সাগর পাল (২১) এবং অনুজ থাপন (৩২) নামের তিনজকে গ্রেপ্তার করে। এরমধ্যে অনুজ থাপনসহ দুজন অস্ত্র সরবরাহ করেন।
সূত্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত ২৬ এপ্রিল অনুজকে পাঞ্জাব থেকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার সকাল ১১টার দিকে টয়লেটে গিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, অনুজ ১০ জন কারাবন্দীর সঙ্গে ছিলেন। তাঁকে দেখাশোনার দায়িত্বে ছিল চার থেকে পাঁচজন পুলিশ। অনুজের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে।
গত ১৪ এপ্রিল ভোরে মুম্বাইয়ের বান্দ্রায় সালমানের বাড়ির বাইরে দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুলি চালায়। এরপর হেলমেটের আড়ালে মুখ ঢেকে মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
মুম্বাইয়ের ক্রাইম ব্রাঞ্চের ধারণা এটি শুধুমাত্র ভয় দেখানো কোন হামলা নয়। এর পেছনে দেশবিরোধী সন্ত্রাসীদের হাত রয়েছে। তাদের ধারণা কারাবন্দী গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এই হামলার সঙ্গে জড়িত। বিষ্ণোই গ্যাং ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইতে সন্ত্রাস সৃষ্টি করতে চেয়েছিল।