সোমবার, ৬ জানুয়ারি ২০২৫ | ২২ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

রাস্তায় যৌন হেনস্তার শিকার অভিনেত্রী

আয়েশা খান। ছবি: সংগৃহীত

কিছু দুঃসহ স্মৃতি আজও তাড়া করে বিগবস প্রতিযোগী আয়েশা খানকে। মুম্বাইয়ের রাস্তায় যৌন হেনস্তার শিকার হয়েছিলেন। এখনও ভুলতে পারেন না। ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তা প্রকাশ করেছেন আয়েশা।

একটি ঘটনা উল্লেখ করে তিনি বলেন, তখন আমি মালাদে থাকি। একদিন বিকেল বেলা আমার ফ্ল্যাটের সামনে ফুচকা খেতে নিচে নেমেছিলাম। হঠাৎ এক মধ্যবয়স্ক ব্যক্তি এসে আমাকে বলেন, বাহ.. তোমার স্তনগুলো তো খুব সুন্দর! ওই লোকটার কথায় আমি চমকে উঠেছিলাম।

আয়েশা খান। ছবি: সংগৃহীত

 

এরপর আরও এক হেনস্তার ঘটনা বলেন আয়েশা। তার কথায়, আমি একদিন অটো করে কাজে যাচ্ছিলাম। হঠাৎ করে অটোওয়ালা আমায় বলল, আমাকে কেউ একটা পিছু করছে। হঠাৎ করে দেখি আমার অটোর পাশে একটি বাইক আসে। বাইকের পেছনে বসা এক যুবক হাত বাড়িয়ে আমার শরীর ছুঁতে চায়। চিৎকার করে উঠেছিলাম।

যত্রতত্র হেনস্তা্র বিষয়টি নিয়ে আয়েশা আরও বলেন, আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছি বলেই যে আমাদের এটা সহ্য করতে হয়, তা নয়। আমরা মেয়েরা সত্যিই মাঝে মধ্যে খুব অসহায়বোধ করি।

আয়েশা খান একাধারে মডেল ও অভিনেত্রী। তিনি আলোচনায় আসেন রিয়েলিটি শো বিগবসের মাধ্যমে। এরইমধ্যে ক্যারিয়ারে জমা হয়েছে বেশকিছু কাজ।

Header Ad
Header Ad

৫০ বছর পর প্রকাশ্যে মেজর ডালিম, মুজিবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য  

ছবিঃ সংগৃহীত

শরিফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামেই বেশি পরিচিত। বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা।অভিযোগ ছিল ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে তিনি জড়িত ছিলেন।

রোববার (৫ জানুয়ারি) রাতে ‘লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম (বীর বিক্রম)’ শিরোনামের লাইভে যুক্ত হন সাবেক এই সামরিক কর্মকর্তা। ইলিয়াসের নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত টকশোটি মুহূর্তেই ভাইরাল হয়।

টকশোতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও ৭৫ এর ১৫ আগস্টের নেপথ্যের ইতিহাস তুলে ধরেন বিদেশে নির্বাসিত আলোচিত এই সাবেক সামরিক কর্মকর্তা।

টকশোর শুরুতে মেজর ডালিম বলেন, দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র-জনতাকে, যারা আংশিক বিজয় অর্জন করেছেন, তাদের লাল শুভেচ্ছা জানাই। বিপ্লব একটি সমাজ যেকোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া। সেই অর্থে তাদের বিজয় এখনও পুরোপুরি অর্জিত হয়নি। তার জন্য আরও সময় প্রয়োজন।

২৪’এর গণঅভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্র-জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন, সম্প্রসারণবাদী-হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি। সেই অবস্থান থেকে সেই ৭১’এর মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে। তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে।

৭৫ এর হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ জানতে চাইলে তিনি বিস্তারিত ইতিহাস তুলে ধরেন।

মেজর ডালিম বলেন, খুবই স্পর্শকাতর প্রশ্ন। নিজের বাদ্য নিজে বাজানো যায় না। প্রথম কথা, ১৫ই আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এটার সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। আমরা বুঝতে পেরেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কাদের ইন্টারেস্টে হচ্ছে? এটা কি আমাদের ইন্টারেস্টের জন্য হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করবো। নাকি অন্য কোনো উদ্দেশ্য কাজ করবো।

এই বীর বিক্রম বলেন, যখন সাতদফাতে চুক্তি করে নজরুল ইসলাম, তাজ উদ্দিনকে পারমিশন দেওয়া হলো একটা প্রভিশনাল গভমেন্ট গঠন করার। সাতটা ক্লজ পড়ে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে, আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদরাজ্য-অঙ্গরাজ্যে পরিণত হব।

তিনি বলেন, ‘শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতোটাই তীব্র করেছিল স্বৈরাচারী আচরণের মতো যে, তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য।’

মেজর ডালিম বলেন, ‘মুজিব তো মারা যায়নি, মুজিব একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন। সেনা অভ্যুত্থান তো আর আর খালি হাতে মার্বেল খেলা না। ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুইপক্ষেই। যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল সেভাবে সেনাঅভ্যুত্থানকারী বিপ্লবীদের পক্ষ থেকেও কিছু লোক প্রাণ হারায়। এটাই বাস্তবতা। কিন্তু বিপ্লবীরা বিজয়ী হয়ে গেল, তারা ক্ষমতা নিজের হাতে নিয়ে নিলো।’

তিনি বলেন, ‘মুজিবের মৃত্যুর খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর শহর বন্দর গ্রামের লাখ লাখ মানুষ আনন্দ মিছিল বের করলো। যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে। এভাবেই জনস্বীকৃতি পেয়েছিল ১৫ আগস্টের বৈপ্লবিক সামরিক অভ্যুত্থান।’

জাতীয় সঙ্গীত ইস্যুতে ডালিম বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য স্বনামধন্য দেশীয় কবিদের গান হতে পারত।

ভিনদেশী একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন তিনি।

Header Ad
Header Ad

মুম্বাইয়ে ক্রাইম পেট্রোল অভিনেতাকে প্রকাশ্যে ছুরিকাঘাত

ছবিঃ সংগৃহীত

দিনে দুপুরে মুম্বইয়ের রাস্তায় ঘটল ভয়ঙ্কর ঘটনা। ভারতের মুম্বাইয়ে দিনে দুপুরে টেলি অভিনেতা রাঘব তিওয়ারিকে ছুরিকাঘাত করল এক স্কুটার আরোহী। হামলার সময় অভিনেতার মাথায় ধারাল অস্ত্রের কোপ মারা হয়, মাথায় রড দিয়ে আঘাতও করা হয়।

হামলার এ ঘটনার পর থানায় যান ভুক্তভোগী অভিনেতা রাঘব। তার অভিযোগ, ঘটনার পর ভারসোভা থানায় অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

মাস কয়েক আগের এই ঘটনা সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে উঠে আসে। জানা যায়, ঘটনার দিন কেনাকাটা করে বন্ধুর গাড়িতে করে বাড়ি ফিরছিলেন রাঘব তিওয়ারি। এরপর গাড়ি থেকে নেমে রাস্তা ক্রস করার সময় একটা স্কুটারের মুখোমুখি হন তিনি। তাই ওই স্কুটার আরোহীকে ‘সরি’ও বলেন রাঘব। অভিযোগ, সরি বলার পরও তার সঙ্গে তর্কাতর্কি করতে শুরু করেন, তাকে গালি দেন ওই স্কুটার চালক।

এক পর্যায়ে সেই স্কুটার চালক ধারালো ছুরি বের করে অভিনেতার ওপর কোপ মেরে বসেন। এছাড়াও চড়-থাপ্পরও মারা হয় অভিনেতাকে। এরপর অভিনেতা মাটিতে লুটিয়ে পড়লে তার বাকি বন্ধুরা ও স্থানীয় লোকজন এসে তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মাথায় অনেকগুলো সেলাই পড়ে।

এদিকে রাঘব তিওয়ারির পুলিশে অভিযোগ করলেও পুলিশ ঠিক ধারায় মামলা রুজু করেননি বলে জানিয়েছেন রাঘব। অভিনেতা রাঘব তিওয়ারি আরও জানান, হামলাকারী ওই ব্যক্তি একজন অ্যাকশন ডিরেক্টর ছেলে। উল্লেখ্য, রাঘব তিওয়ারি ক্রাইম পেট্রোলে অভিনয়ের জন্য পরিচিত।

Header Ad
Header Ad

প্রথমবার জুটি বাঁধছেন আয়ুষ্মান-রাশমিকা

ছবিঃ সংগৃহীত

অসংখ্য হিট ছবির অভিনেত্রী রাশমিকা মান্দানা। বলিউডে সেই অর্থে তার অভিষেক ঘটেছিল দক্ষিণী বহুভাষিক ছবি ‘পুষ্পা’-র হাত ধরেই। এবার অভিনয় করতে চলেছেন ম্যাডক ফিল্মসের নতুন হরর কমেডি সিনেমা ‘থামা’তে। এরই মধ্যে ম্যাডক ফিল্মসের হরর কমেডি ইউনিভার্সের পরবর্তী কয়েক বছরের সিনেমার তালিকা প্রকাশ হয়েছে, যা দর্শকদের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

জানা যায়, নতুন বছরের শুরুতেই দিল্লিতে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। ছবিটি এ বছরের দীপাবলিতে মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে। তবে সিনেমা মুক্তির তারিখ এখনো নিশ্চিত করেননি নির্মাতা আদিত্য সরপোতদার।

এদিকে আয়ুষ্মান খুরানা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে একটি ছবি পোষ্ট করেছেন। ছবিতে তাকে মুম্বাইয়ে চলচ্চিত্রটির ছোট একটি শুটিং শেষ করে দিল্লি যাওয়ার প্রস্তুতি নিতে দেখা গেছে। গণমাধ্যম সূত্রে জানা যায়, আগামী সপ্তাহে দিল্লিতে সিনেমাটির বেশ কিছু রোমাঞ্চকর দৃশ্যের শুটিং শুরু হবে এবং জানুয়ারির প্রথম অর্ধেক পর্যন্ত চলবে এই শুটিং।

‘থামা’ চলচ্চিত্রটি নির্মাণের বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে ২০২৪ সালের অক্টোবর মাসে। সিনেমাটিতে রাশমিকা ও আয়ুষ্মানের পাশাপাশি অভিনয় করছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী, পরেশ রাওয়াল, অপারশক্তি খুরানাসহ আরও অনেকে।

আয়ুষ্মানকে সবশেষ দেখা যায় ২০২৩ সালে গৌরী জোশী ও রাজ শান্ডিল্য পরিচালিত ‘ড্রিম গার্ল ২’ সিনেমায়। ছবিটিতে আয়ুষ্মানের পাশাপাশি অভিনয় করেন অনন্যা পান্ডে, পরেশ রাওয়াল, বিজয় রাজসহ আরও অনেকে।

এদিকে গত বছর মুক্তিপ্রাপ্ত সুকুমার পরিচালিত পুষ্পা ২ সিনেমাতে আল্লু অর্জুনের বিপরীতে ‘শ্রীভল্লী’ চরিত্রে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেন রাশমিকা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

৫০ বছর পর প্রকাশ্যে মেজর ডালিম, মুজিবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য  
মুম্বাইয়ে ক্রাইম পেট্রোল অভিনেতাকে প্রকাশ্যে ছুরিকাঘাত
প্রথমবার জুটি বাঁধছেন আয়ুষ্মান-রাশমিকা
বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার রাতে লন্ডন যাবেন খালেদা জিয়া  
মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র  
আজই পদত্যাগ করতে পারেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো
শুধু মা ও সন্তানদের নিয়েও একটি নিখুঁত পরিবার হয় : পরীমণি
প্রশ্নফাঁস কান্ডের সেই আবেদের ব্যাংক হিসাবে ৪৫ কোটি টাকা লেনদেন
শেখ হাসিনাকে ‘কওমি মাতা’ আখ্যা দিয়ে তসলিমার সমালোচনা
গুচ্ছ পদ্ধতি এবং পোষ্য কোটা বাতিলসহ সাত দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
বিএনপি নেতা ও সাবেক এমপি এস এ খালেক আর নেই
ভারতে সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৩
বিএনপির নামে চাঁদাবাজি করলেই আইনি ব্যবস্থা: এডভোকেট আহমেদ আযম খান
৫০ বিচারকের ভারতে প্রশিক্ষণে যাওয়া বাতিল
এবার শেখ রেহানার ছোট মেয়ে আজমিনা সিদ্দিক ‘ফ্ল্যাট বিতর্কে’
এবার প্রেমের টানে নাটোরে এলেন মালয়েশিয়ার নারী
ইসরায়েলের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা বাইডেন প্রশাসনের
সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী লতিফ বিশ্বাস আটক
বিসিবি সভাপতির দুর্ব্যবহার, বোর্ড ছাড়ার ইঙ্গিত ফাহিমের
সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি, সাড়ে ১৬ বছরেই আবেদনের সুযোগ