পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি
অভিনেত্রী সানি লিওন এবং পরীক্ষার প্রবেশপত্র। ছবি: সংগৃহীত
ভারতের উত্তরপ্রদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে অভিনেত্রী সানি লিওনের নামসহ একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে বইছে সমালোচনার ঝড়। এরই মধ্যে পুলিশের সাইবার টিম বিষয়টি নিয়ে তদন্ত করছে।
ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, প্রবেশপত্রে বরাদ্দ পরীক্ষা কেন্দ্রটি ছিল কনৌজের তিরওয়ার শ্রীমতি সোনেশ্রী মেমোরিয়াল গার্লস কলেজ। গত ১৭ ফেব্রুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নম্বরটি ব্যবহার করা হয়েছে, সেটি উত্তরপ্রদেশের মাহোবার এক বাসিন্দার। রেজিস্ট্রেশন ফর্মে দেওয়া ঠিকানাটি মুম্বাইয়ের।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার দিন কোনো পরীক্ষার্থী ওই নির্দিষ্ট প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দিতে আসেনি। পুলিশ জানিয়েছে, প্রবেশপত্রটি ভুয়া। রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলাকালীন সানি লিওনের ছবি আপলোড করা হয়েছিল। পুলিশের সাইবার সেল বিষয়টি তদন্ত করছে।
উত্তরপ্রদেশ পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষা শনিবার থেকে শুরু হয়েছে। উত্তরপ্রদেশের সব জেলায় দুই শিফটে দুদিনের এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কেন্দ্রগুলোতে সুরক্ষা বাড়ানো হয়েছে।
এ বিষয়ে রাজ্য পুলিশের ডিজি প্রশান্ত কুমার বলেন, পরীক্ষার সময় অসৎ উপায় অবলম্বনের পরিকল্পনার অভিযোগে শনিবার ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।