শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫ | ৩ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

‘আশিকি ৩’ তে চূড়ান্ত কার্তিক-তৃপ্তি

ছবি: সংগৃহীত

আদিত্য রয় কাপুর আর শ্রদ্ধা কাপুরের ‘আশিকি ২’ তুমুল জনপ্রিয় হওয়ার পর থেকেই ‘আশিকি ৩’-এর অপেক্ষায় ছিলো দর্শক। কিন্তু এক দশক পার হলেও সেই ছবি আর নির্মাণ হয়নি। এরমধ্যে ছবিটি নিয়ে শোনা গেছে অনেক গুঞ্জন । অনেক তারকার নাম এসেছে নায়ক নায়িকার ভূমিকায়। অবশেষে ‘আশিকি ৩’-এর জন্য চূড়ান্ত হলেন ‘পিয়ার কা পাঞ্চনামা’ এবং ‘সনু কি টিটু কি সুুইটি’ খ্যাত কার্তিক আরিয়ান আর সম্প্রতি ব্লকবাস্টার ‘অ্যানিমেল’ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে রগরগে দৃশ্যে অভিনয় করে জাতীয় ক্রাশ ‌‌‌‌'তৃপ্তি দিমরী'।

শিগগিরই ছবিটির শ্যুটিং হবে বলে জানা গেছে। এই ছবির মাধ্যমেই প্রথমবার একসঙ্গে অভিনয় করবেন তারুণ্যের ক্রেজ কার্তিক আর তৃপ্তি। ফ্রেশ এই জুটির রসায়ন দর্শক দারুণ পছন্দ করবেন বলেই বিশ্বাস প্রযোজনা সংস্থা টি টিরিজের। একইসঙ্গে আশিকি যেহেতু গানের সিনেমা হিসেবে বিখ্যাত, তাই এই ছবির গানগুলো শুনতেও দর্শকের তর সইছে না।

ছবিটি প্রযোজনা করছেন মুকেশ ভাট ও ভূষণ কুমার। পরিচালনার দায়িত্ব পেয়েছেন জনপ্রিয় নির্মাতা অনুরাগ বসু। এর আগে তার ‘বারফি’, ‘গ্যাঙস্টার’সহ একাধিক সিনেমা দারুণ ব্যবসা করেছে। ‘আশিকি ৩’-এর সংগীতের গুরুদায়িত্ব কাঁধে নিয়েছেন প্রীতম।

 

Header Ad
Header Ad

সুদানের সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মার্কিন ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানায়। আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিধ্বস্ত সুদানকে অস্থিতিশীল করার অভিযোগে বুরহানের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন।

বিবৃতিতে বলা হয়, বুরহানের নেতৃত্বে সুদানী সশস্ত্র বাহিনী (এসএএফ) বেসামরিক নাগরিকদের ওপর ভয়াবহ হামলা চালিয়েছে। এর মধ্যে স্কুল, বাজার ও হাসপাতালের মতো সুরক্ষিত অবকাঠামোতে বিমান হামলার ঘটনাও রয়েছে। এসএএফ নিয়মিতভাবে মানবিক অধিকার লঙ্ঘন করেছে এবং যুদ্ধ কৌশল হিসেবে খাদ্য সরবরাহ আটকে দিয়ে সংকট সৃষ্টি করেছে।

এ নিষেধাজ্ঞার কয়েক দিন আগেই সুদানের আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর নেতা মোহাম্মদ হামদান দাগালোর ওপরও একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে বাইডেন প্রশাসন।

মার্কিন প্রশাসনের মতে, এসব পদক্ষেপের লক্ষ্য হলো যুদ্ধবিধ্বস্ত সুদানে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো।

Header Ad
Header Ad

রাজধানীর হাজারীবাগ বাজারের আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ বাজারে একটি ট্যানারি গোডাউনে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৩টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে এ দিন দুপুর ২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বলেন, শুক্রবার দুপুরে হাজারীবাগ বাজারে একটি ট্যানারির গোডাউনের সাত তলা ভবনের ৫ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ধাপে ধাপে ১২টি ইউনিট পাঠানো হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যেহেতু এটি লেদার গোডাউন তাই সেখানে কেমিক্যাল এর উপস্থিতি থাকতে পারে। তবে এই বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

Header Ad
Header Ad

ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ নতুন কর্মসূচি ঘোষণা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আগামী শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ২টায় ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে "March for Justice" শীর্ষক একটি মিছিল অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৭ জানুয়ারি) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত বছরের জুলাই-আগস্ট মাসে শিক্ষার্থী ও সাধারণ মানুষের গণঅভ্যুত্থানের সময় ফ্যাসিবাদের সহচর হিসেবে কাজ করা ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়েছে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচি ঘোষণা করেন এবং দলীয় নেতাকর্মীসহ ছাত্রসমাজকে অংশগ্রহণের আহ্বান জানান।

 

ছবি: সংগৃহীত

উল্লেখ্য, গত বছরের ৩১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে "March for Justice" কর্মসূচি পালিত হয়েছিল। সেই কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও গণগ্রেপ্তারের মুখে আন্দোলন ছত্রভঙ্গ হয়। এবারও ছাত্রদল সেই দাবিগুলো পুনরুজ্জীবিত করে সুষ্ঠু বিচার ও ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করেছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সুদানের সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র
রাজধানীর হাজারীবাগ বাজারের আগুন নিয়ন্ত্রণে
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ নতুন কর্মসূচি ঘোষণা
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪.১ শতাংশে নামবে: বিশ্বব্যাংক
জনগণ চাইলে নির্বাচনে অংশ নিতে আগ্রহী সারজিস আলম
লিটনের পরিত্যক্ত বাসায় কলেজছাত্রকে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩
বিয়ের দাওয়াত থেকে ফেরার পথে মহাসড়কে ঝরল তিনজনের প্রাণ
ইমরান খানের ১৪ ও তার স্ত্রী বুশরা বিবির ৭ বছরের কারাদণ্ড
হাজারীবাগ বাজারে ট্যানারি গোডাউনে ভয়াবহ আগুন
মুক্তিযুদ্ধে অন্যান্য দলের থেকে আওয়ামী লীগের অংশগ্রহণ কম ছিল: রিজভী
ম্যাচ জয়ের আনন্দের মাঝেই মায়ের মৃত্যুর খবর পেলেন খালেদ
যুদ্ধবিরতির মাঝেও গাজায় ইসরায়েলের হামলা, নিহত ৮১
গোপালগঞ্জে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
তোফাজ্জল হত্যাকাণ্ডে ঢাবির ২১ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
৭ গোলের রোমাঞ্চে ভরা ম্যাচে বার্সেলোনার বিপক্ষে রিয়ালের নাটকীয় জয়
রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ল শতাধিক ঘরবাড়ি, শিশুর মৃত্যু
হাছান মাহমুদ ও তার পরিবারের ৭৭ ব্যাংক হিসাব জব্দ
ভোটাভুটি বিলম্বিত করলো ইসরায়েল, গাজায় যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা
শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব নিয়েছেন কি না জানা নেই: মুখপাত্র
জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর করে প্রজ্ঞাপন জারি