অমিতাভের ৩৭১০ কোটি টাকার সম্পত্তির ভাগাভাগি শুরু
পরিবারের সঙ্গে অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত
অমিতাভ বচ্চনের সুখের ঘরে জ্বলছে দুঃখের আগুন! পরিস্থিতি এমন যে, সম্পত্তি ভাগ-বাঁটোয়ারা পর্যন্ত শুরু হয়ে গেছে। যা নিয়ে চলছে তুমুল চর্চা। সন্তান বড় হলে সম্পত্তি নিয়ে অশান্তি সৃষ্টি হয় বেশিরভাগ পরিবারে।
আবার অনেকে এমন পরিস্থিতির মুখে পড়ার আগেই ছেলে-মেয়ের মধ্যে ভাগ করে দেন। বচ্চন পরিবারে এর মধ্যে কোনটা হয়েছে- সেটা প্রকাশ্যে আসেনি।
তবে অমিতাভ বচ্চন তার দুই হাজার ৮০০ কোটি রুপির (প্রায় তিন হাজার ৭১০ কোটি বাংলাদেশি টাকা) সম্পত্তি এরইমধ্যে সমানভাগে ভাগ করে দিয়েছেন দুই সন্তানের মধ্যে। সম্প্রতি এক অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি।
কয়েকদিন আগে পৈতৃক সূত্রে পাওয়া ‘প্রতীক্ষা’ নামের বাংলোটি মেয়ে শ্বেতা বচ্চনকে লিখে দেন অমিতাভ, যেটির দাম ৫০ কোটি রুপি (বাংলাদেশি প্রায় ৬৬ কোটি টাকা)। ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, বাংলোটি বেশ পছন্দের ছিল বিগ-বির পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনের। তবে বউমাকে না দিয়ে মেয়েকে দিয়েছেন তিনি।
ভিট্টালনগর কো-অপারেটিভ হাউজিং সোসাইটির ‘প্রতীক্ষা’ মোট দু’ভাগে বিভক্ত। একটি ভাগ ৬৭৪ স্কয়ার মিটারের এবং আরেকটি ভাগ ৮৯০.৪৭ স্কয়ার মিটারের।
এটিই নাকি অমিতাভ বচ্চনের প্রথম সম্পত্তি। তার বাবা-মার সঙ্গে এখানেই বেড়ে ওঠা অভিনেতার। এই বাংলোটি ছাড়াও জুহুতে তিনটি বাংলো রয়েছে তার। তবে ছেলে অভিষেকের ভাগ্যে পড়েছে কোন কোন সম্পত্তি- তা গোপন রেখেছে বচ্চন পরিবার।