'ধুম'খ্যাত বলিউড নির্মাতা সঞ্জয় গাধভীর মৃত্যু

ছবি: সংগৃহীত
মারা গেছেন ‘ধুম’ সিরিজের পরিচালক সঞ্জয় গাধভী। হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৭ বছর বয়সে জীবনাবসান হয়েছে তার।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সকালে হাঁটতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
গুজরাটি পরিবারের জন্ম হলেও সঞ্জয়ের বেড়ে ওঠা মুম্বাইয়ে। ২০০০ সালে অর্জুন রামপাল ও রাবিনা ট্যান্ডনকে নিয়ে ‘তেরে লিয়ে’ সিনেমা তৈরি করেছিলেন তিনি। কিন্তু অর্থের অভাবে সিনেমা মুক্তি পায়নি। এরপর যশরাজ ফিল্মসের প্রযোজনায় ‘মেরে ইয়ার কি শাদি’ তৈরি করেন সঞ্জয়। সেটিই তার মুক্তি পাওয়া প্রথম সিনেমা।
এরপর ‘ধুম’ সিনেমার দায়িত্ব পান সঞ্জয়। ২০০৪ সালে মুক্তি পেয়েছিল অভিষেক বচ্চন, জন আব্রাহাম, বিপাশা বসু, উদয় চোপড়া ও রিমি সেন অভিনীত ছবিটি। প্রথম ছবিই সুপারহিট।
‘ধুম-টু’তে আবার এই টিমের সঙ্গে যোগ দেন হৃতিক রোশন। এরপর ‘কিডন্যাপ’, ‘আজব গজব লাভ’র মতো সিনেমা তৈরি করেছেন সঞ্জয়। পরিচালকের শেষ সিনেমা ‘অপারেশন পারিন্দে’। তাতে প্রধান চরিত্রে ছিলেন অমিত সাধ।
