স্বামীকে নিয়ে ইউটিউবে মাধুরী
বলিউডের ৮০ ও ৯০ দশকের তুমুল জনপ্রিয় নায়িকা মাধুরী দীক্ষিত। দীর্ঘদিন হিন্দি সিনেমার ভুবন শাসন করেছেন তিনি।
ডা. শ্রীরাম নেনেকে বিয়ে করে অভিনয় ছেড়ে স্বামীর সঙ্গে চলে গিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে।
তাদের ২৩ বছর দাম্পত্য জীবনে দুই ছেলে আরিন ও রায়ান নেনে। ভক্তদের জন্য সুখবর দিয়ে আবারও মাধুরী ফিরেছেন অভিনয়ে। এদিকে ভারতে নিজের চিকিৎসক পেশার অনুশীলনও করছেন তার স্বামী।
মাধুরীর স্বামী ডা. শ্রীরাম নেনের একটি ইউটিউব চ্যানেল আছে। এবার সেই ইউটিউব চ্যানেলে হাজির হয়েছেন মাধুরী। সেখানে তিনি একজন চিকিৎসকের স্ত্রী হওয়া ও সংসার জীবনের খুঁটিনাটি নিয়ে সবিস্তারে জানিয়েছেন তার অভিজ্ঞতা।
মাধুরী বলেছেন, ‘আমাদের সবসময় সেই অংশীদারিত্ব ছিল যেখানে আমরা একে, অন্যের দেখাশোনা করতাম। আমাদের শিশুরা সবসময় ভালোবাসা পাচ্ছে। এমন সময়ও এসেছে যখন এটি কঠিন ছিল কিন্তু আমরা জানতাম যা কিছু আমরা করছি জীবনে ভালোর জন্য এবং সেটি এমন কিছু যেটি আমরা দুজনেই চেয়েছি।’
মাধুরী দীক্ষিত তার স্বামীর জন্য গর্বিত, কেননা তিনি তার রোগীদের দেখাশোনা করেন এবং তাদের ভালোর জন্য যুদ্ধ করেন। এই অভিনেত্রী তার স্বামীকে উদ্দেশে বলেছেন, ‘আমি জানি হৃদয়ে হৃদয়ে, তুমি খুব ভালো একজন ব্যক্তি। বিয়ে করে আমরা অনেক ভ্রমণ করেছিলাম এবং আমরা প্রচুর অভিযানের খেলা খেলেছি যেগুলো আমি আগে কখনো করিনি। এগুলো আমার জীবনকে কেবল সমৃদ্ধ করেছে ও আমাকে আরও ভালো এবং উন্নত মানুষে পরিণত করেছে।’
বিয়ের পর থেকে কীভাবে মাধুরী দীক্ষিত নামের সুপারহিট নায়িকা একজন সহযোগীতাপরায়ন নারী হয়ে আছেন সেটি বলেছেন তার স্বামী শ্রীরাম নেন। তিনি সমাপ্তি টেনেছেন এভাবে, ‘মাধুরীর মতো একজন সহযোগিতাপরায়ণ স্ত্রী পেলে, যে আপনাকে ভালোবেসে চলে ও যাই ঘটুক বিরামহীনভাবে আপনার সবকিছুতে যত্ন করে, যে যাত্রায় আমাদের দুজনের খুবই মোকাবেলামুখর পেশাজীবন থাকে, সে পরম পাওয়া।’
ওএফএস/