অস্কারে উপস্থাপনা করবেন দীপিকা
বলিউডের তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন অস্কারের একটি বিভাগে উপস্থাপনা করবেন যেখানে তার দেশ ভারতের সিনেমাগুলো তিনটি বিভাগে মনোনীত হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্কারে উপস্থাপনার খবর দীপিকা নিজেই জানিয়েছেন।
অস্কারে মনোনীত ভারতের তিন সিনেমা হলো— ‘অরিজিনাল সং’, ‘ডকুমেন্টারি ফিচার’ ও ‘ডকুমেন্টারি শর্ট’।
এমিলি ব্লান্ট, স্যামুয়েল এল জ্যাকসন, গ্লেন ক্লোজ, ডোয়েইন জনসন, মাইকেল বি জর্ডান, জেনেল মোনেই, জোয়ি সালডানা, জেনিফার কনেলি, রিজ আহমেদ ও মেলিসা ম্যাককাথির সঙ্গে উপস্থাপনায় যোগ দেবেন দীপিকা।
আগামী ১২ মার্চ ৯৫তম অস্কারটি লস অ্যাঞ্জেলসের ডলি থিয়েটারে হবে। এই বছরটি ভারতের জন্য এ কারণে বিশেষ, ‘নাতু নাতু’ নামের যে গানটি তাদের সুপারহিট করেছে, সেটি অরিজিনাল সং বিভাগের যুদ্ধে সামনের সারিতে আছে।
সানুক সেনের ‘অল দ্যাট ব্রিটথ’ প্রামাণ্যচিত্র বিভাগে মনোনীত হয়েছে। আর গুনিত মঙ্গার ‘এলিফেন্ট উইসপারস’ স্বল্পদৈঘ্য প্রামাণ্যচিত্র বিভাগে লড়ছে।
এর আগে দীপিকা পাড়ুকোন ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে একজন বিচারক হিসেবে ভারতের প্রতিনিধিত্ব করেছেন।
শাহরুখ খানের সঙ্গে তার ‘পাঠান’ ছবিটি এখন সুপারহিট। বর্তমানে দীপিকা তার সাই-ফাই ছবি ‘প্রজেক্ট কে’র শুটিং করছেন। এই ছবিতে তার সঙ্গে প্রভাস ও অমিতাভ বচ্চন আছেন।
ওএফএস/আরএ/