পাঠান’ দিবস ঘোষণা
বক্স অফিসে ঝড় তুলেছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’। ভারতীয় সিনেমার অনেক রেকর্ড উড়িয়ে দিয়েছে কিং খানের নতুন এই সিনেমা।
মুক্তির ২২ দিন পরও প্রেক্ষাগৃহে রাজত্ব করছে সিনেমাটি। এ পর্যন্ত ভারতে মোট আয় ৫০২ কোটি ৮৫ লাখ রুপি। ২২তম দিন পর্যন্ত বিশ্বব্যাপী ৯৭১ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ২৪৯ কোটি ৬ লাখ টাকারও বেশি।
ভারতীয় সিনেমার বেশি আয়কারী সিনেমার তালিকায় রয়েছে ‘পাঠান’। বাকি তিনটি সিনেমা বাহুবলি টু (প্রথম), কেজিএফ টু (দ্বিতীয়) ও ট্রিপল আর (তৃতীয়)। আর ‘পাঠান’ রয়েছে তালিকায় চতুর্থ।
এই সাফল্যে প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস পাঠান দিবস ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির সামাজিক যোগাযোগ মাধ্যমের অফিসিয়াল পেজগুলোতে পাঠানের সাফল্য উদযাপনের ঘোষণা দিয়ে পোস্টার প্রকাশ করেছে। যেখানে লেখা ,‘এই শুক্রবার হলো পাঠান দিবস’। ওই পোস্টারের ক্যাপশনে লেখা হয়, ‘পাঠান দিবস আসছে ।’
২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমা প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। এতে শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম প্রমুখ।
এএম/এমএমএ/