রানি মুখার্জির ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ আসছে ১৭ মার্চ
বলিউড তারকা রানি মুখার্জির নতুন সিনেমা ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ মুক্তি পেতে যাচ্ছে ১৭ মার্চ। নির্মাতারা জানিয়েছেন ছবিটিতে ৩ মার্চ মুক্তি দেওয়ার কথা থাকলে তা বিশেষ কারণে পেছান হয়েছে। ছবিটি তৈরি করেছেন ‘মেরে দাদ কি মারুতি’ দিয়ে খ্যাতি লাভ করা নারী পরিচালক অসিমা চিব্বার।
জিও স্টুডিওজ তাদের ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্টে একটি বিবৃতিতে জানিয়েছে, 'সরস্বতী পূজার শুভক্ষণে মিসেস চ্যাটার্জি ভার্সেস নওরয়ে’র এখানে একটি আলাদা স্টিল বা স্থির ছবি দেওয়া হলো। এখন সিনেমাটি বেরুচ্ছে ২০২৩ সালের ১৭ মার্চ। সব মতভেদ ও শ্রেষ্ঠত্বের সমাধানে একজন নারীর যুদ্ধ দেখতে তৈরি হয়ে যান এবং তার সন্তানকে বাঁচাতে যেকোনো মূল্যে একটি দেশে নিয়ে যাওয়ার কাহিনীটি দেখুন।’
পুরো দেশের বিপক্ষে একজন মায়ের যুদ্ধ যাত্রার একটি কাহিনী নিয়ে ছবিটি বানানো। তবে কাহিনীটি সত্য। যেটি শিশু ও মানবাধিকার সিদ্ধান্তগুলোকে একটি আন্তর্জাতিক পর্যায়ে দোলা দিয়েছিল।
রানির শেষ ছবিটি বেরিয়েছে ২০২১ সালে, নাম ‘বান্টি আউর বাবলি ২’।
ওএফএস/এএস