ঐশ্বরিয়াকে আইনি নোটিশ
বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরয়িা রাই বচ্চনের বিরুদ্ধে এবার কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, কর ফাঁকির অভিযোগে তার বিরুদ্ধে আইনি নোটিশ দিয়েছে মহারাষ্ট্রের নাসিক জেলা প্রশাসন।
নাসিকের সিন্নার এলাকার ঠানগাওয়ের আদিওয়াড়িতে প্রায় এক হেক্টরের মতো জমি রয়েছে এই অভিনেত্রীর। ওই জমির জন্য বার্ষিক ২১,৯৬০ টাকা করে খাজনা গুনতে হয় তাকে। কিন্তু এক বছর ধরে জমির খাজনা মেটাননি তিনি। এ কারণেই তাকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত এক বছর ধরে কর দেনননি ঐশ্বর্য। প্রশাসনের তরফ থেকে একাধিকবার তাকে কর দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। তবুও তিনি কর জমা করেননি। সেই কারণেই নোটিস পাঠানো হয়েছে। মহারাষ্ট্র ল্যান্ড রেভনিউ অ্যাক্ট, ১৯৬৮ অনুযায়ী অভিনেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।
অভিনেত্রীর আইনি উপদেষ্টা সিন্নার তহসিলদার একনাথ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বুধবারের মধ্যে কর জমা দেবেন অভিনেত্রী।
উল্লেখ্য, এর আগে পানামা কেলেঙ্কারি মামলায় নাম জড়িয়েছিল ঐশ্বরিয়ার। সে কারণে ইডির দপ্তরে হাজিরা দিতে হয় তাকে।
এএম/এমএমএ/