বিজেপি নেত্রীর অভিযোগে থানায় উরফি
বলিউড তারকা উরফি জাভেদকে নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই। কখনো বিতর্কিত মন্তব্য, আবার কখনো খোলামেলা পোশাকের জন্য আলোচনার চূড়ায় বসবাস যেন এই বলিউড অভিনেত্রীর।
এবার থানায় যেতে হলো তাকে। তবে নিজে কারো বিরুদ্ধে অভিযোগ করেননি তিনি। তার বিরুদ্ধে অভিযোগ করেছেন বিজেপি নেত্রী চিত্রা। আর এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য এই অভিনেত্রীকে তলব করা হয়েছে থানায়।
মহারাষ্ট্রের বিজেপি নেত্রী চিত্রা কিশোর ওয়াঘ তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। শুক্রবার মহারাষ্ট্রের মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছিলেন উরফি। কমিশনের চেয়ারপারসন রুপালি চাকণকরের সঙ্গে সাক্ষাতের পর উরফির দাবি, চিত্রার মন্তব্যে তার উপর হামলায় উসকানি রয়েছে। তার পরই উরফিকে ডেকে পাঠাল মুম্বাই পুলিশ।
প্রকাশ্য রাস্তায় অশালীন আচরণ করছেন উরফি, নগ্নতার প্রচার চলছে বলে দীর্ঘ পত্রে দাবি জানিয়েছিলেন নেত্রী চিত্রা। এমনকি, তার গ্রেপ্তার দাবিও করেছিলেন তিনি। তার পরই ‘যুদ্ধ’ শুরু হয় যোগাযোগ মাধ্যমে।
সম্প্রতি একটি পিঠখোলা পোশাকে চিত্রাকে ট্যাগ করে উরফি লেখেন ‘আই লাভ ইউ’। সেখানে তিনি জানান, চিত্রার সঙ্গে বন্ধুত্ব করতে বিজেপিতে যোগ দেবেন। তার পরের দিনই আবার লেখেন, চিত্রার পুত্রবধূ হবেন।
তার আইনজীবী নিতিন সাতপুতের দাবি, ‘চিত্রা ওয়াঘের বিরুদ্ধে উরফি জাভেদকে হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে। ক্ষমতাসীন দলের এক সদস্য যখন এই হুমকি দিচ্ছেন, তার অর্থ, এতে সরকারের সমর্থন রয়েছে। এ ধরনের মন্তব্যে উরফির ক্ষতি হতে পারে। উরফিকে নিয়ে যাতে এ ধরনের মন্তব্য না করেন, সে জন্য ওয়াঘের বিরুদ্ধে মুম্বাই পুলিশের দ্বারস্থ হব।’
উরফি পাল্টা চিত্রার ছবি পোস্ট করে লেখেন, ‘এই মহিলার স্বামীই ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছিলেন। তখন স্বামীকে বাঁচাতে বিজেপিতে যোগ দেন তিনি।
এএম/এসএন