গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে গানে সেরা ‘আরআরআর’
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলটনে মঙ্গলবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮০তম আসরের বিজয়ীদের তালিকা ঘোষণা করে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সেরা মৌলিক গান বিভাগে পুরস্কার জিতল ভারতের তেলেগু ভাষায় নির্মিত ‘আরআরআর’ সিনেমার গান ‘নাটু নাটু’।
টেলর সুইফট, লেডি গাগা ও রিয়ানাকে পরাজিত করে এই পুরস্কার জিতেছে ভারতীয় সিনেমার গানটি। এই গানের কথা লিখেছেন কালা ভৈরাবা ও রাহুল সিপ্লিগুঞ্জ, সুর ও সংগীত পরিচালনা করেছেন এমএম কিরাবাণী।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আরআরআর’ সিনেমার পরিচালক এসএস রাজামৌলি, দুই অভিনেতা রামচরণ ও এনটিআর জুনিয়র।
গোল্ডেন গ্লোব পুরস্কার জয়ে ‘আরআরআর’ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বলিউড অভিনেত্রী কারিনা কাপুর, আলিয়া ভাট, অস্কারজয়ী সুরস্রষ্টা এআর রাহমান, নির্মাতা করণ জোহর, শেখর কাপুর, সংগীতশিল্পী শঙ্কর মহাদেবাসহ আরও অনেকে।
গত বছর মার্চে মুক্তির পর ভারতসহ বিশ্বজুড়ে বক্স অফিসে ১২০০ কোটি রুপির বেশি আয় করেছে ‘আরআরআর’ সিনেমাটি। গত ২০ মে নেটফ্লিক্সে এর হিন্দি সংস্করণ মুক্তি পায়।
এতে আরও অভিনয় করেছেন অজয় দেবগণ, আলিয়া ভাট, রে স্টিভেনসন, অ্যালিসন ডুডি, অলিভিয়া মরিস প্রমুখ।
এ ছাড়া সেরা বিদেশি (ইংরেজির বাইরে অন্য) ভাষার চলচ্চিত্র বিভাগেও মনোনীত ৫ সিনেমার তালিকায় ছিল ‘আরআরআর’। তবে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে পুরস্কার জিতেছে আর্জেন্টিনার ‘আর্জেন্টিনা নাইনটিন এইটি ফাইভ’ সিনেমাটি।
এএম/এসজি