ট্রেলারেই ‘পাঠান’ এর বাজিমাত

আলোচনার সমালোচনার গণ্ডি পেরিয়ে অবশেষে প্রকাশিত হলো শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ সিনেমার ট্রেলার।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় মুক্তি পেয়েছে এর ট্রেলার। অ্যাকশন, থ্রিলারে জমজমাট ট্রেলারে বাজিমাত করেছে। ঝড় তুলেছে নেট দুনিয়ায়। শাহরুখ, দীপিকা ও জন আব্রাহামের লুক ও অ্যাকশনে বুঁদ হয়েছে দর্শকরা।
এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর রূপালি পর্দায় আবারও ফিরছেন শাহরুখ খান। সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। প্রযোজনা যশরাজ ফিল্মস। ‘পাঠান’ সিনেমা মুক্তির আগেই এর গান নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক।
সিনেমার ‘বেশরম রং’ গান প্রকাশের পর সমালোচনা করে সরব হয়েছিলেন ভারতীয় একাধিক নেতা ও মন্ত্রী। এই গানে দীপিকার পোশাক এবং কিছু দৃশ্যকে আপত্তিকর বলা হয়েছে। গানের দৃশ্যে পরবর্তী সময়ে সেন্সর বোর্ড কাঁচি চালিয়েছে।
এএম/এমএমএ/
