নরেন্দ্র মোদির মায়ের মৃত্যুতে অক্ষয়-অজয়দের শোক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির মৃত্যুকে শোক প্রকাশ করেছেন বলিউড তারকা অক্ষয় কুমার, অজয় দেবগন ও অনুপম খের। তারা নরেন্দ্র মোদিকে এই শোক কাটিয়ে উঠার শক্তিদানের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আহমেদাবাদের ইউএস মেহতা হার্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর।
অক্ষয় কুমার টুইটারে লিখেছেন, ‘মাকে হারানোর চেয়ে আর বড় কোনো বেদনা নেই। ঈশ্বর আপনাকে এই ব্যথা সইবার শক্তি দিন মোদিজি।’
নিঅজয় দেবগন বলেছেন, হীরাবেন তার মূল্যবোধগুলো প্রদানের মাধ্যমে এই দেশকে মোদির মতো একজন নেতা দিয়েছেন। তিনি টুইটারে লিখেছেন, ‘আমার হৃদয় নিংড়ানো শোক প্রকাশ করছি শ্রীমতিজির চলে যাওয়ায়। আমার ব্যক্তিগত শোক প্রকাশ করছি আমাদের প্রধানমন্ত্রী ও তার পরিবারকে।’
কিংবদন্তি অভিনেতা অনুপম খের টুইটারে লিখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আপনার মায়ের মৃত্যুর খবর শুনে বিক্ষিপ্ত হয়ে গেছি এবং অত্যন্ত দুঃখ পেয়েছি। তার প্রতি আমার ভালোবাসা ও সম্মান বিশ্বে প্রকাশিত। আপনার জীবনে কেউই তার অভাব পূরণ করতে পারবেন না। কিন্তু আপনি তো মাদার অব ইন্ডিয়ার ছেলে। এই দেশের সব মায়ের আর্শীবাদ আপনার উপর আছে। আমার মায়েরও।’
হীরাবেন মোদি হীরাবা নামেও পরিচিত ছিলেন। তিনি গুজরাট প্রদেশের গান্ধীনগর শহরের পাশের একটি গ্রাম রাইসানে বসবাস করতেন। তার সঙ্গে থাকতেন তার ছোট ছেলে পঙ্কজ মোদি।
ওএফএস/এসজি