এম্পায়ার ম্যাগাজিনের সর্বকালের সেরা ‘শাহরুখ খান’
‘এম্পায়ার’ ম্যাগাজিনের সর্বকালের সেরা ৫০ জন অভিনেতা-অভিনেত্রীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
এ তালিকায় হলিউডের অন্যতম সেরা নায়ক টম হ্যাংকস, টম ক্রুজ, ডেনজেল ওয়াশিংটন, ইংরেজ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ, হলিউডের নাটালি পোর্টম্যান, মার্কিনি মেরেলিন মুর, লিওনার্দো ডিক্যাপ্রিও, স্যামুয়েল জ্যাকসন, নিকোলাস কেইজ, কেট ব্লানচেট, মারলন ব্রান্ডো, মিশেল ইয়ো, গ্রেটা গার্বো, ফিলিপ হফম্যান, মেরিল স্ট্রিপ, অ্যান্থনি হপকিন্স, সিডনি প্রোটিয়ের, শাহরুখ খান প্রমুখ রয়েছেন।
ভারতের বলিউডের বাদশাহ ও বিশ্বের অন্যতম শীর্ষ আয় করা নায়ক শাহরুখ খান তার দেশের একমাত্র অভিনেতা হিসেবে ‘এম্পায়ার’ ম্যাগাজিনের সর্বকালের সেরা ৫০ জনের অন্যতম হিসেবে তাদের মতো ফিচার হয়েছেন।
১৯৯২ সালে যে ক্যারিয়ারের সূচনা করেছেন সুন্দরতম অভিনেতাদের একজন শাহরুখ, আজও ভারতের হিন্দি ছবির দুনিয়ার অন্যতম শাসক। অসাধারণ তার অভিনয়, অবিশ্বাস্য তার নৃত্য দক্ষতা, সুপার তার অ্যাকশন।
শাহরুখ খানের সর্বকালের সেরা ছবি হিসেবে এখনো ‘দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ যেকোনো সিনেমা হলে মাসের পর মাস চলে। প্রেমের ছবিতে তিনি সবার সেরা।
শাহরুখ খানের ব্লক বাস্টার ছবিগুলোর মধ্যে আছে স্বদেশ, চাক দে ইন্ডিয়া, কাভি খুশি কাভি গাম ইত্যাদি।
ভারত তার সাংস্কৃতিক বিকাশের আধুনিক প্রজন্মের অন্যতম অভিনেতাকে প্রদান করেছে সেরা সম্মান ‘পদ্মশ্রী’। ফ্রান্স সরকারও তাকে সম্মানিত করেছে।
১৪ বারের ফিল্মফেয়ার সেরা নায়কের পদকজয়ী শাহরুখ খানের ম্যানেজার পূজা ডাডলানি জানিয়েছেন ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্টে, ‘একমাত্র ভারতীয় হিসেবে আমি এসআরকে (শাহরুখ খানের সিনেমায় একটি সংক্ষিপ্ত নাম) এম্পায়ারের সর্বকালের সেরা ৫০ জনের তালিকায়, আমাদের সবসময় গবিত করছে এমন অর্জন।’ সেখানে শাহরুখ খানের একটি দারুণ ছবিও শেয়ার
করেছেন তিনি।
শাহরুখের পরের ছবি পাঠান আসছে ২৫ জানুয়ারি ২০২৩। তিনি মুসলিম একজন পাঠান বংশগতভাবে। কদিনের মধ্যে সুপার হিট করেছে তার ছবিটির প্রথম গান নায়িকা দীপিকা পাড়–কোনের সঙ্গে ‘বেশরম রাং’।
এরপর আসবে শাহরুখের ‘ডাংকি’ বা গাধা, পরিচালক রাজকুমার হিরানি, নায়িকা জাট শিখ তাপসী পান্নু। পরে দেখবেন সবাই শাহরুখের ‘জওয়ান’, ছবিটি থ্রিলার। পরিচালক দক্ষিণী আটলি।
ওএফএস/