ভারতের দৃষ্টিশক্তিহীন সফল ব্যবসায়ী শ্রীকান্ত বোলার জীবন নিয়ে ‘শ্রী’
ভারতের দৃষ্টিশক্তিহীন শত কোটি টাকার মালিক শিল্পপতি ‘শ্রীকান্ত বোলা’র জীবন নিয়ে একটি সিনেমা বানানো হচ্ছে। দৃষ্টি প্রতিবন্ধিতায় আক্রান্ত শ্রীকান্ত বোলা তার নামে ‘বোলান্ট ইন্ডাস্ট্রিজ’ প্রতিষ্ঠা করেছেন।
অসাধারণ মেধাবী এই শিল্পপতি এমআইটি’র ম্যানেজমেন্ট সায়েন্স বিভাগের প্রথম অন্ধত্বে আক্রান্ত আন্তর্জাতিক ছাত্র।
তাকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা ‘শ্রী’।
অভিনয় করছেন আলায়া এফ। তার ভালো নাম আলায়া ইবরাহিম ফুরিনতুরেওয়ালা। অভিনয় করেন আলায়া এফ. নামে। ২৫ বছরের এই মেয়েটি অভিনেত্রী পূজা বেদীর মেয়ে।
২০২০ সালে তার প্রথম ছবিটিই সেরা নবীন অভিনেত্রীর ফিল্মফেয়ার এনে দিয়েছে। সিনেমাটির নাম ‘জওয়ানি জানেমান’।
‘শ্রী’ ছবির কাজ তিনি কাজ শুরু করে দিয়েছেন বলে জানিয়েছেন। ‘শ্রী’ প্রযোজনা করছে টি-সিরিজ ফিল্মস ও চক অ্যান্ড চিজ ফিল্মস প্রোডাকশন এলএলপি। তাদের পেছনে আছেন ভূষণ কুমার ও নিধি পারমার হিরানান ধানি। পরিচালনা করছেন তুষার হিরানান ধানি।
আরও থাকছেন অভিনয়ে রাজকুমার রাও, জয়তিকা ও শরদ খেলকার। নিজের ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্টে আলায় পোস্ট করেছেন লিখে, ‘আবার সেটে ফিরলাম। আমার প্রথম দিন শ্রীকান্ত বোলার আত্মজৈবনিক ছবিতে। নাম শ্রী। এই যাত্রা শুরু করে আমি এত উত্তেজিত।’
এই সিনেমাটি এমন একজন মানুষের জীবনের গল্প, যিনি তার চোখের আলো নেই-বিষয়টিকে তার জীবনের উচ্চাকাঙ্ক্ষা ও সাফল্যের যাত্রাপথে অন্তরায় হতে দেননি।
তিনি রবিকান্ত মন্ত্র আলাদা করে দেবার পর তার ‘বোলান্ট’ প্রতিষ্ঠা করেছেন। তার সঙ্গে দেখা হয়েছে ভারতের রাষ্ট্রপতি থাকা ড. এ.পি. জে. আবদুল কালামের।
আয়ালার সর্বশেষ মুক্তি পাওয়া ছবি হলো থ্রিলার ‘ফ্রেডি’। প্রিমিয়ার হয়েছে ডিজনি+হটস্টারে এ মাসের ২ তারিখে।
ওএফএস/