হিন্দি চিত্রনাট্যকার হিসেবে যাত্রা শুরু শাহরুখের বড় ছেলে আরিয়ানের
চিরসবুজ নায়ক, বলিউডের বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান একজন ভারতীয় হিন্দি চিত্রনাট্যকার হিসেবে যাত্রা শুরু করলেন আজ থেকে। যদিও বাবার মতোই অনিন্দ্য সুন্দর তার বড় ছেলে।
আরিয়ান খানের ভারতীয় বিনোদন ভুবনে প্রবেশের সকল আয়োজন সম্পন্ন হয়েছে। গতকাল নিজের ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্টে শাহরুখ-গৌরি দম্পতির দুই ছেলে এবং এক মেয়ের প্রথমজন আরিয়ান তাদের ‘রেড চিলিস এন্টারটেইনমেন্ট’ প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রথম প্রকল্পটির কথা জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘তিনি লিখে ফেলেছেন চিত্রনাট্য। একটি ছবিও দিয়েছেন অংশবিশেষের। ক্ল্যাপবোর্ডের ছবি যুক্ত করেছেন, লেখা আছে-‘রেড চিলিস এন্টারটেইনমেন্ট’।
এরপর দ্রুত তার বাবা-মা তাকে কমেন্ট বিভাগে অভিনন্দন জানিয়েছেন। ৫৭ বছরের শাহরুখের পরিচয় সবার জানা। প্রতি মুহূর্তের খবর তিনি। তার স্ত্রী গৌরি খানের আসল নাম গৌরি চিব্বর। ১৯৯১ সালের ২৫ অক্টোবর দারুণ গল্পের সমাপ্তি ঘটেছে তাদের প্রচলিত হিন্দু রীতির বিয়েতে। এরপর ছয় বছরের আদালতের অভিভাবকত্বে থাকতে হয়েছে গৌরিকে।
তিনি ১৯৭০ সালে পাঞ্জাবি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছেন। ইতিহাসে স্নাতক করেছেন। একজন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ও ভারতীয় চলচ্চিত্র প্রযোজক। দুজনে মিলেই তাদের প্রযোজনা প্রতিষ্ঠানটি শুরু করেন ২০০২ সালে। কো-চেয়ারপারন ও প্রধান প্রযোজক হিসেবে কাজ করেন। গৌরির প্রথম প্রযোজনা ‘ম্যা হো না’। তিনি ‘ওম শান্তি ওম’ ছবিতে অভিনয় করেছেন।
তার বড় ছেলে আরিয়ানের জন্ম ১৯৯৭ সালে। এখন ২৫। এরপর মেয়ে সুহানা। ভাইয়ের তিন বছরের ছোট, এখন ২২। এরপর তাদের আরেক সন্তান আব্রাম। মুসলিম ধর্মে বিশ্বাসী তার স্বামী।
আরিয়ানের ছবির বিষয়ে বাবা ভারতের ‘পদ্মশ্রী’ ও ১৪টি ফিল্মফেয়ার নায়ক হিসেবে পাওয়া, বিশ্বের অন্যতম প্রধান সাফল্য লাভকারী নায়ক, শাহরুখ লিখেছেন, ‘ওয়াও, ভাবছি...বিশ্বাস করছি...স্বপ্ন দেখা পূর্ণ হলো, এখন আমন্ত্রণের দিকে...প্রথম সিনেমাটির জন্য তোমাকে সবটুকু দোয়া। প্রথমটি সবসময়ই বিশেষ কিছু...।’
এরপর বাবার উত্তরে লিখেছেন ছেলে, ‘আপনাকে ধন্যবাদ! সেটে সবাইকে অবাক করে দিয়ে আপনার বারবার বেড়ানোর তাকিয়ে আছি।’
ভারতের ৮০টির বেশি সিনেমার প্রধান অভিনেতা শাহরুখ তারপর লিখেছেন, ‘তাহলে দুপুরে শিফটগুলো রাখা ভালো। ভোরে কোনোদিন নয়।’ তিনি তার রসবোধের জন্য বিখ্যাত।
তারপর মা লিখেছেন আরিয়ানের কমেন্ট বক্সে, ‘আমি দেখার জন্য অপেক্ষা করতে পারছি না।’ তিনি হৃদয় চিহ্ন এঁকে দিয়েছেন।
আরিয়ানের বোন সুহানা খানেরও বলিউডে যাত্রা শুরু হবে, ‘আর্চিস’ ছবিটির মাধ্যমে। থাকবেন তার ভাই আব্রামও। আরিয়ান সবসময় পোস্ট করেন না। তবে কোনোকিছু করলে সেটিকে জানান। কয়েক মাস আগে একটি ফটোশুটে তার টগবগে ছবিগুলো প্রদান করেছেন।
সেখানে তার বোন লিখেছেন, ‘তারকার চোখ দুটিতে ইমোশন আছে।’ মা লিখেছেন, ‘আমার ছেলে...ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা।’
বাবা শাহরুখ লিখেছেন, ‘সত্যিই দারুণ লাগছে। তারা যেমন বলে সবকিছুতে বাবাকে ঘুমন্ত দেখা যায়...তবে টি-শার্টটি আমার।’ তার বড় ছেলে ৫ ফিট ১১ ইঞ্চি। ওজন ৭৫ কেজি। সিনেমার রাজধানী মুম্বাইতে জন্ম। পড়েছেন ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে। এরপর ইংল্যান্ডের কেন্টের সেভেনোকস স্কুলে।
২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোনিয়া অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোনিয়ার স্কুল অব সিনেমাটিক আর্টস থেকে ফাইন আর্টস, সিনেমাটিক আর্টস ও টেলিভিশন প্রডাকশনে অনার্স। বা
ওএফএস/