ভারতের ২০ শহরে দিলীপ কুমার চলচ্চিত্র উৎসব
‘ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন (এফএইচএফ)’ শনিবার (২৬ নভেম্বর) ঘোষণা করেছে, ভারতের সিনেমা ইতিহাসের কিংবদন্তী দিলীপ কুমারের শততম জন্মবার্ষিকী একটি চলচ্চিত্র উৎসবের মাধ্যমে আয়োজন করা হবে।
উৎসবটির নাম, ‘দিলীপ কুমার: নায়কদের নায়ক’। অয়োজন করা হবে ১০ ও ১১ ডিসেম্বর, ২০২২। ‘এফএইচএফ’ একটি অলাভজনক প্রতিষ্ঠান। চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র সংরক্ষণবিদ শিবেন্দ্র সিং দুঙ্গারপুর প্রতিষ্ঠা করেছেন।
তিনি একটি সংবাদ সম্মেলনে আরও জানিয়েছেন, ‘আমাদের আড়ম্বরপূর্ণ এই আয়োজনের সহযোগী অংশীদার হলো প্রধান মাল্টিপ্লেক্স চেইন ‘পিভিআর সিনেমাস’।
উৎসবে দেখানো হবে সমালোচকদের বিচারেও দিলীপ কুমারের অত্যন্ত জনপ্রিয় সিনেমা-১৯৫২ সালের ‘আন’, ১৯৫৫ সালের ‘দেবদাস’, ১৯৬৭ সালের ‘রাম আউর শ্যাম’ এবং ১৯৮২ সালের শক্তি।
‘ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন (এফএইচএফ) জানিয়েছে, ভারতের সিনেমার মহা-তারকা দিলীপ কুমারের এই চারটি সিনেমা মোট ২০টি শহরের ৩১টি সিনেমা হলে দেখানো হবে।
দুঙ্গারপুর উল্লেখ করেছেন, ‘এই উৎসব বড় পর্দায় ভারতের সিনেমার ইতিহাসের অন্যতম বড় অভিনেতাকে আবার ফিরিয়ে আনার একটি অসাধারণ সুযোগ তৈরি করবে।’
দিলীপ ৯৮ বছর বয়সে ২০২১ গত বছর ৭ জুলাই মারা গিয়েছেন।
দুঙ্গারপুর জানিয়েছেন, ‘তিনি নায়কদের সত্যিকারের নায়ক। এখনো তিনি এমন একজন অভিনেতা যার মতো সবচেয়ে বড় তারকারা হতে চান। তার জীবনের মাইলস্টোনকে উদযাপন করতে একটি চলচ্চিত্র উৎসবের মাধ্যমে তার ছবিগুলোকে হলগুলোতে ফিরিয়ে আনার বাইরে আর কোনো ভালো উপায় এফএইচএফের আমরা চিন্তা করতে পারি না। এমনকি আজও তার ছবিগুলোর কয়েকটি যেগুলো আজ থেকে প্রায় ৭০ বছর আগে মুক্তি পেয়েছে, দিলীপ কুমারের অসাধারণ পারফরমেন্স, সুশৃংখল পদ্ধতিতে পেশা নির্ভর দক্ষতা এবং তার যোগ্যতায় সময়ের হিসেবের অনেক উর্ধ্বে তুলে দিয়েছে।’
এর আগে অমিতাভ বচ্চনের ৮০ বছর পূর্তিতে তিনি একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছেন।
দুঙ্গারপুর আরও জানিয়েছেন, তাকে দুঃখিত করেছে যে দিলীপ কুমারের অনেকগুলো সেরা ছবি আছে কম রেজুলেশন ফরমেটে। যেগুলো বড় পর্দায় এখন আর দেখানো সম্ভব নয়।
তিনি বলেছেন, ‘আমার জুতোয় তালি পড়ে গিয়েছে এই ছবিগুলোকে এক করতে। অনেক বড় বাধাগুলোর মোকাবেলা করতে হয়েছে। আবার অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন, কেন তাদের প্রিয় দিলীপ কুমারের অন্য কয়েকটি সেরা ছবি উৎসবে অর্ন্তভুক্ত হলো না? আমি আরও মনে করি, এই উৎসবের মাধ্যমে ঘুম থেকে জাগানো হবে চলচ্চিত্র পরিচালকদের। তারা বুঝতে পারবেন, সময় দৌড়ে চলে যাচ্ছে এবং অনেক দেরি হয়ে যাবার আগেই তাদের ছবিগুলো সংরক্ষণের দিকে মনোযোগ দিতে হবে।’
দিলীপ কুমারের স্ত্রী ও কিংবদন্তি নায়িকা-অভিনেত্রী সায়রা বানু জানিয়েছেন, তিনি পরমোল্লাসিত যে, এফএইচএফ তার স্বামী ও ভারতের মহানায়ক দিলীপ কুমারের শততম জন্মদিন এই উৎসবের মাধ্যমে উদযাপন করছে।
তিনি আরও বলেন, ‘ভারতের সবচেয়ে মহান অভিনেতার সঙ্গে যোগাযোগের জন্য তারা এর চেয়ে সঠিক আর কোনো শিরোনাম করতে পারত না। আমার খুব পছন্দ হয়েছে-‘দিলীপ কুমার হিরো অব হিরোজ।’ তিনি আমার সবচেয়ে প্রিয় অভিনেতা, যখন আমার মোটে ১২। টেকনিকালারে আমি তার প্রথম ছবি দেখলাম ‘আন’।
সায়রা বানু জানিয়েছেন, দিলীপ কুমারকে বড় পর্দায় ফিরিয়ে আনা ও তাকে সেখানে ছবিগুলোর মাধ্যমে দেখা একটি আনন্দের ব্যাপার হবে আমার জন্যও। তিনি জীবনের চেয়ে বড়, যেমন ছিলেন আমার জীবনেও।’
অমিতাভ বচ্চন অনুরোধ করেছেন ভারতের সব চলচ্চিত্রপ্রেমী এবং সমকালীন অভিনেতা-অভিনেত্রীদের-দিলীপ কুমারের সেরা ছবিগুলো হলগুলোতে দেখার অসাধারণ সুযোগগুলো তারা কেউ যেন না হারান। এই কিংবদন্তি অভিনেতা আরও বলেছেন, ‘তার ছবিগুলো হবে অভিনয়ের মাস্টার ক্লাস।’
অমিতাভ বলেন, ‘এমনকি আজও যখন তার ছবি দেখি আমি সব সময় কিছু না কিছু শিখতে পারি। তিনি আমার জীবনের আদর্শ ছিলেন। আমার এখনো সেই অভিনেতার সঙ্গে পরিচিত হবার ইচ্ছে আছে যিনি তার মতো ত্রুটিহীন অভিনয় করতে পারেন। নিখুঁত সিদ্ধান্ত গ্রহণ, বুদ্ধিমত্তা এবং অঙ্গীকার দিলীপ কুমারকে মঞ্চকলায় অনন্য আসনে নিয়ে এসেছে।’
‘তার প্রতিটি কথা ছিল কবিতা। যখন পর্দায় আসতেন, তিনি বাদে সবই ঝাঁপসা হয়ে যেত। আমার কেবল একবার এই পর্দাটিকে তার সঙ্গে ভাগ করার সৌভাগ্য হয়েছে। সেই অভিজ্ঞতা এখনো আমি স্বযত্নে লালন করছি’, বলেছেন তিনি।
তামিল সুপারস্টার ও কিংবদন্তি অভিনেতা কমল হাসান বলেছেন, দিলীপ কুমার ভারতের অভিনেতা-অভিনেত্রীদের তাকে অনুসরণের জন্য একটি আন্তর্জাতিক মানদণ্ড স্থাপন করেছেন।
কমল হাসান আরও বলেছেন ‘জ্ঞানী, অলংকারপূর্ণ এবং পরমোৎকৃষ্ট ছিলেন তিনি তার পছন্দের ভুবনে। সিনেমা মানুষকে বিশ্বাস করাতে পারে যে, যারা চলে গিয়েছেন, তারা এখনো বেঁচে আছেন। এভাবে আমার কাছে দিলীপ কুমারজি এখনো বেঁচে আছেন বিশ্বের সেরা অভিনেতাদের একজন হিসেবে। ‘ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন (এফএইচএফ) অসাধারণ কৃতিত্বের কাজ করেছে। আমি তাদের কাছে আরো ঋণী যে, তারা আমার সম্পদগুলোকে বাঁচিয়ে রেখেছেন।’
ওএফএস/এমএমএ/