অমিতাভের নাম, কণ্ঠস্বর ও ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা
ভারতের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের নাম, কণ্ঠস্বর বা ছবি বিনা অনুমতিতে ব্যবহার নিবারণ করতে শুক্রবার (২৫ নভেম্বর) ভারতের দিল্লি হাইকোর্ট একটি অন্তর্বতী আদেশ জারি করেছে। ঐতিহাসিক এই রায়ে তারা জানিয়েছেন, বলিউডের শাহেনশাহর অনুমতি ছাড়া এর কোনোটিই করা নিষিদ্ধ।
হাইকোটে ৮০ বছরের এই অভিনেতা আবেদন জানিয়েছিলেন, তার ব্যক্তিত্ব বা গুণমান বৈশিষ্ট্য বিচার করে নির্দেশ দিতে। তিনি তার ‘পারসোনালিটি অ্যাট্রিবিউটস’ প্রতিরোধে আবেদনটি করেন।
অমিতাভের আবেদনের প্রেক্ষিতে তার পক্ষে সিদ্ধান্ত প্রদান করেন আদালত। আদালত আরও নির্দেশ দিয়েছেন, ভারতের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় (ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন মিনিস্ট্রি) ও টেলিকম সার্ভিস বা মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো যেন সব ওয়েবসাইট বন্ধ করে দেয় এবং সেই অনলাইন লিংকগুলো বাতিল করে যেগুলো অমিতাভ বচ্চনকে কৈফিয়ত দিতে পারবে না।
সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে ভারতের উচ্চ আদালত নির্দিষ্টভাবে একটি রিপোর্টে আরও নির্দেশ দিয়েছেন, সবগুলো মোবাইল নম্বর ব্লক করে দিতে যেগুলো আইনভঙ্গ করে অমিতাভ বচ্চনের অধিকার, বেঁচে থাকার আইন ভঙ্গ করে এবং ম্যাসেজিং অ্যাপ যেমন হোয়াটস অ্যাপ যেন অনুরূপ কোনো কাজ করতে না পারে।
দিল্লি হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট হারিষ স্লেভ আদালতে অমিতাভের পক্ষে আবেদন করেন ও রাষ্ট্রপক্ষের বিরুদ্ধে মামলা লড়েছেন।
তিনি আবেদনে বলেছিলেন, বিভিন্ন ধরনের প্রতারণায় ভারতের ইতিহাসের সেরা অভিনেতার ছবি ব্যবহার করা হচ্ছে অনুমতি না নিয়ে।
তিনি বলেন, লটারিতে ব্যাপকভাবে এই সেরা অভিনেতার ছবি ব্যবহার করা হচ্ছে। এই কীর্তিমান অভিনেতার নাম ব্যবহার করে তাকে না জানিয়ে এবং অনুমতি না নিয়ে
ডোমেইনগুলো রেজিস্ট্রি করা হয়েছে। সেগুলোকে আইনগতভাবে এবং প্রতারণার মাধ্যমে অমিতাভের ভিডিও কলগুলো এবং টি-শার্টগুলো তার নানা ছবি দিয়ে বিক্রি হচ্ছে। গ্রামে,গঞ্জেও তাই চলছে।
দিল্লি হাইকোর্টের বিচারক নাভিন চাওলা এই রায় দেওয়ার সময় আরও বলেন, সবার পরিচিত একজন ব্যক্তিত্ব, তাকে বিভিন্ন বিজ্ঞাপনেও অনলাইন এবং ছবির মতো করে ব্যবহার করা হচ্ছে আইন না মেনেই।
এই অভিনেতা ক্ষতিগ্রস্ত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, অমিতাভ বচ্চনের অবস্থান ও মর্যাদা ব্যবহার করে তার অনুমতি ছাড়া তারা সবাই তাদের লাভ তুলে নিচ্ছেন।
বলিউডের কিংবদন্তী অমিতাভ বচ্চন অত্যন্ত জনপ্রিয় টিভি গেম শো কেবিসি’রও উপস্থাপক। এখন ১৪তম সেশন চলছে।
ওএফএস/এসজি