একাদশে ভর্তির চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
পছন্দের কলেজ পায়নি ৫০ হাজার শিক্ষার্থী!
এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেও প্রায় ৫০ হাজার শিক্ষার্থী পছন্দের কলেজে ভর্তির সুযোগ পায়নি। এর মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী রয়েছেন প্রায় এক হাজার ৩০০ জন। পছন্দের কলেজে আবেদন করে ভর্তির জন্য তৃতীয় তথা শেষ ধাপেও তারা মনোনীত হয়নি।
একাদশে ভর্তির সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের চতুর্থ ধাপে অনলাইনে আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে এ আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন সংবাদ মাধ্যমকে জানান, যারা একাদশে ভর্তির সুযোগ পাননি, তাদের জন্য চতুর্থ ধাপে আবেদন করার সুযোগ দেওয়া হবে। আগামী সপ্তাহের শুরুতে চতুর্থ ধাপের আবেদন কার্যক্রম শুরু হতে পারে। চতুর্থ ধাপে অনলাইনভিত্তিক আবেদন ও সফটওয়্যারের মাধ্যমে মেধা তালিকা প্রকাশ করা হবে। আশা করছি, এ ধাপে শূন্য আসন থাকা কলেজগুলোতে তারা ভর্তি হতে পারবেন।
তিনি বলেন, এখন পর্যন্ত ৯৫ শতাংশ আবেদনকারী ভর্তি হয়ে গেছেন। যে পাঁচ শতাংশ নানা কারণে ভর্তির বাইরে রয়েছে। কিছু কলেজ তাদের বড় একটি অংশকে ভর্তির ফলাফল দেখিয়ে ভিন্ন জায়গায় আবেদন করতে দিচ্ছে না বলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি উচ্চমাধ্যমিক বা একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের অনলাইন ভর্তির আবেদন শুরু হয়। গত ১০ ডিসেম্বর দ্বিতীয় ধাপে এবং ১৫ ফেব্রুয়ারি তৃতীয় তথা শেষ ধাপে ভর্তির ফল প্রকাশ করা হয়। ১৯ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এপি/