সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষার পক্ষে শিক্ষামন্ত্রী
ফাইল ফটো
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এবারের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে ভর্তির ক্ষেত্রেও সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া যৌক্তিক হবে।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, এইচএসসি বা সমমানের পরীক্ষা যে সিলেবাসে হয়েছে, আমাদের মতামত হল, বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে ভর্তির ক্ষেত্রে ঠিক সেই সিলেবাসের উপর এই ভর্তি পরীক্ষাগুলো হওয়া যৌক্তিক এবং সেটিই সঠিক। যদি কেউ এর বাইরে করতে চান তাহলে আমরা তাদের সেটি না করার জন্য অনুরোধ করব।
শিক্ষামন্ত্রী বলেন, যে সিলেবাসে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে সে অনুযায়ী ভর্তি পরীক্ষা না হলে তাদের প্রতি ‘সুবিচার করা হবে না’।
মেডিক্যাল ভর্তি সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়ার বিষয়ে স্বাস্থ্য শিক্ষা বিভাগ ও বিএমডিসির সঙ্গে আলোচনা হওয়ার কথা জানালেও তাদের সিদ্ধান্ত কী, সেটা খোলাসা জানাননি শিক্ষামন্ত্রী।
দীপু মনি বলেন, গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়ার বিষয়ে আয়োজকরা একমত হয়েছেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারাও এ বিষয়ে একমত।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কিছুটা কথা হয়েছে। তারাও এই বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাবেন। সেইসঙ্গে অন্যান্য যারা গুচ্ছ পদ্ধতিতে আসেননি, চারটি-পাঁচটি বিশ্ববিদ্যালয় তারাও এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
এনএইচবি/আরএ