গুচ্ছ ভর্তি নিয়ে সিদ্ধান্ত আজ
ছবি: সংগৃহীত
দেশের সাধারণ, বিজ্ঞান ও প্রযক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষ নিয়ে সভায় বসতে যাচ্ছেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা।
আজ শনিবার রাত ৯টার দিকে ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজীম বলেন, গুচ্ছ পদ্ধতি নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পক্ষে-বিপক্ষে মত আছে। তবে বেশির ভাগই পক্ষে। যদি কোনো সীমাবদ্ধতা থাকে, তাহলে সেটা সমাধান করা হবে। শনিবারের সভায় অন্য বিষয়ের পাশাপাশি এ বিষয় নিয়ে আলোচনা হবে।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে এর মধ্য বেরিয়ে ভর্তি কার্যক্রম শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে ফরম বিক্রির কাজও শেষ করেছে। এবার প্রাথমিকভাবে মোট ১ লাখ ৯৩ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এখন চলছে চূড়ান্ত আবেদন পর্ব। চলতি শিক্ষাবর্ষে প্রতি ইউনিটে ৪০ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
বাকি তিন বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখও ঘোষণা করেছে। এ অবস্থায় জিএসটি গুচ্ছ ভেঙে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। যদিও ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের চাওয়া আগের মতোই গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থাকুক।