শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন জিহাদ
এবছর গুচ্ছ ভর্তি পরীক্ষায় সব প্রতিবন্ধকতা কাটিয়ে সাফল্যের সাথে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে ২০২০-২০২১ সেশনে ভর্তি হয়েছেন জিহাদ হাসান।
পটুয়াখালী জেলার দুমকী উপজেলার মো. ফারুক হোসেন ও রেহানা আক্তারের ছেলে জিহাদ হাসান।
অদম্য মেধাবী জিহাদ হাসান এর আগে ঢাকা বোর্ড থেকে ২০১৮ সালে ৪.৮৭ নিয়ে এসএসসি এবং ২০২০ সালে ৪.২৫ নিয়ে এইচএসসি পাস করেন। সাফল্যের ধারাবাহিকতায় এবার তিনি উচ্চশিক্ষা অর্জন করতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি হতে সক্ষম হয়েছেন।
জিহাদ হাসান বলেন, ‘দুই চোখে অনেক স্বপ্ন, আমি পড়াশোনা শেষ করে দেশের সেবা করতে চাই। বিসিএস আমার টার্গেট।’ সহজ সাবলীলভাবে বলছিল জিহাদ।
তার সাথে কথা হলে তিনি আরও বলেন, শারীরিক এই প্রতিবন্ধকতার জন্য নানা জনের নিকট হাসির পাত্র হলেও পরিবারের সমর্থন ছিল সব সময়ই। বিশেষ করে, তার ডাক্তার বড়বোন তাকে সাপোর্ট দিয়েছেন সব সময়ই।
দৃঢ় প্রত্যয়ী জিহাদ হাসান তার স্বপ্নকে ছুঁতে পারবে এই প্রত্যাশা নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সবার। নজরুল বিশ্ববিদ্যালয় নিয়ে বলেন, আমার ও আম্মুর খুবই পছন্দ হয়েছে ক্যাম্পাসটি।
এআর/এমএসপি