১৫ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
ছবি: সংগৃহীত
আগামী ১৫ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার সোমবার (৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন।
এই বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল নির্ধারণ করা হচ্ছে এসএসসি বা সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে (বিষয় ম্যাপিং প্রক্রিয়া)। তপন কুমার সরকার জানিয়েছেন, যেসব বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে, সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হবে। তবে যেসব বিষয়ের পরীক্ষা হয়নি, সেগুলোর ফলাফল প্রকাশ করা হবে এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে।
তিনি আরও জানান, বিষয় ম্যাপিংয়ের জন্য একটি নির্দিষ্ট নীতিমালা রয়েছে। এই নীতিমালা অনুযায়ী, একজন পরীক্ষার্থী এসএসসিতে একটি বিষয়ের জন্য যে নম্বর পেয়েছিল, সেই বিষয়টি যদি এইচএসসিতে থাকে, তবে এসএসসির প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই ফলাফল নির্ধারণ করা হবে। যদি এসএসসি ও এইচএসসিতে বিষয় ভিন্ন হয়, তাহলে বিষয় ম্যাপিংয়ের নিয়ম অনুযায়ী নম্বর গণনা করে ফলাফল প্রকাশ করা হবে।
উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি বা সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ৩০ জুন। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় সাড়ে ১৪ লাখ। সাতটি পরীক্ষা নেওয়ার পর, কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয়। এর ফলে কয়েক দফা পরীক্ষা স্থগিত করা হয় এবং ছয়টি বিষয়ের পরীক্ষা বাকি থেকে যায়। একই সঙ্গে ব্যবহারিক পরীক্ষাও নেওয়া সম্ভব হয়নি।
পরিস্থিতি এতটাই উত্তাল হয়ে উঠেছিল যে, কোটা সংস্কার আন্দোলন এক পর্যায়ে সরকার পতনের দিকে চলে যায়। ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হলে, ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু বিভিন্ন জেলার থানায় হামলার কারণে পরীক্ষার প্রশ্নপত্র ক্ষতিগ্রস্ত হওয়ায়, নতুন সময়সূচিও সম্ভব হয়নি।
এরপর, ১১ সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত হলেও, পরীক্ষার্থীদের একাংশ পুনরায় আন্দোলনে নামেন এবং পরীক্ষাগুলো বাতিলের দাবি করেন। তাদের দাবি ছিল, চলমান পরিস্থিতির কারণে পরীক্ষা চালিয়ে যাওয়া মানসিকভাবে তাদের চাপের মধ্যে রেখেছে। দীর্ঘদিনের আন্দোলনের মুখে স্থগিত পরীক্ষাগুলো বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ফলাফল প্রকাশের এ ঘোষণা পরীক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে, যাদের জন্য এই অস্থির সময়ে অপেক্ষা ছিল মানসিক চ্যালেঞ্জের।