মাঠের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দলের কাছে পাত্তা না পাওয়ার যন্ত্রণা তো আছেই। ভক্ত-সমর্থকদের মনোবেদনাও অনুভব করতে পারছেন মার্কিনিয়োস। আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হওয়ার পর সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করলেন ব্রাজিলের অধিনায়ক।
বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচে বাংলাদেশ সময় বুধবার সকালে আর্জেন্টিনা ৪-১ গোলে হারায় ব্রাজিলকে।
এই স্কোরলাইনেও আসলে ম্যাচের প্রকৃত চিত্র বোঝা যাচ্ছে না। আর্জেন্টিনার দাপট ছিল আরও বেশি। মাঠে ব্রাজিলকে খুঁজেই পাওয়া যায়নি প্রায়। হলুদ জার্সি গায়ে কিছু ফুটবলারের অসহায় ছুটোছুটি চোখে পড়েছে কেবল। এই লড়াইয়ে আদতে ‘লড়াই’ বলে তেমন কিছু ছিলই না।
মাঠের লড়াইয়ে এমন আত্মসমর্পণের পর সমর্থকদের কাছে মাথা নুয়ে বার্তা দিলেন মার্কিনিয়োস। এই মুহূর্তে আর্জেন্টিনার শ্রেষ্ঠত্বও তিনি মেনে নিলেন একরকম।
“এখনও খেলার রেশ রয়ে গেছে, এখনই কথা বলা কঠিন… তবে এটা বিব্রতকর। আজকে আমরা যা করেছি, এটার পুনরাবৃত্তি করা যাবে না।”
“ম্যাচের শুরুটাই আমাদের ছিল বাজে। আমরা যা করতে পারি, এর গড়পড়তারও নিচে ছিল তা এবং ওরা তো এমনিতেই আত্মবিশ্বাসে টগবগ করে ছুটছে। ওরা জানে, কীভাবে স্মার্ট ফুটবল খেলতে হয়। সমর্থকদের জন্য খারাপ লাগছে, ক্ষমা প্রার্থনা করছি।”
ব্রাজিলের গণমাধ্যমের ভাষ্য, আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হারের পর অতীতের যেকোন সময়ের তুলনায় দোরিভাল জুনিয়রের ওপর চাপ সবচেয়ে বেশি বেড়ে গিয়েছে। এমনকি ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ এরইমাঝে বিকল্প কোচের সন্ধান শুরু করেছে। ধারণা করা হচ্ছে, দোরিভাল জুনিয়রের বরখাস্ত হওয়া এখন সময়ের ব্যাপার। যদিও ভিন্ন মতও আছে ব্রাজিল ফুটবলের এই সিদ্ধান্তের পক্ষে।
সিবিএফের বেশিরভাগ পরিচালকই মনে করেন জুন-জুলাইয়ে ক্লাব বিশ্বকাপের সময়েই দোরিভালকে বরখাস্ত করা প্রয়োজন। যদি এই সময়টা এগিয়ে আনা হবে কি না, সেটা নিয়ে পরিচালকদের মাঝেই দ্বন্দ্ব দেখা দিয়েছে। সভাপতি এদনালদো রড্রিগেজের সঙ্গে এরইমাঝে কোচ দোরিভালের দূরত্ব বেড়েছে বলে খবরে প্রকাশ পেয়েছে। যদিও বিগত কিছুদিন এদনালদো নিজের ফুটবল সভাপতি নির্বাচনে ব্যস্ত থাকায় এসব বিষয়ে কোনো পরিষ্কার সিদ্ধান্ত আসেনি।
এদিকে ব্রাজিলের কোচ নিজেও আর্জেন্টিনার কাছে এমন হারের পর নিজের কাঁধে দায় তুলে নিয়েছেন। ম্যাচ শেষে বলেছেন, ‘প্রথম মিনিট থেকেই আমাদের পরিকল্পনা কাজে লাগেনি। যা ঘটেছে, তাতে স্বীকার করতেই হবে, আমাদের একেবারে বিধ্বস্ত করেই তারা যোগ্যতর দল হিসেবে জিতেছে। সন্দেহ নেই আমরা ঘুরে দাঁড়ানোর পথ বের করতে পারব।’
যদিও দিনকয়েক আগেই ব্রাজিল ফুটবলের ফেডারেশনের সভাপতি এদনালদো জানিয়েছেন, তখন পর্যন্ত সিবিএফ ব্রাজিলের কোচের পদে দোরিভালকে দেখতে আগ্রহী। আর্জেন্টিনার বিপক্ষে হারের পর অবশ্য তাদের সেই মানসিকতায় পরিবর্তন এসেছে কি না তা জানা যায়নি।