শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ | ২৭ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

এইচএসসি পরীক্ষার দিনে বৃষ্টি হলে সময় বাড়ানোর নির্দেশ

বৃষ্টির মধ্যেই পরীক্ষার হলে ছুটছেন পরীক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে আজ রবিবার (৩০ জুন)। এদিকে পরীক্ষার প্রথমদিনে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিতে কেন্দ্রে পৌঁছাতে দুর্ভোগ পোহাতে হয়েছে পরীক্ষার্থীদের। সার্বিক বিষয় মাথায় রেখে বৃষ্টির সময়ে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কিছু জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

রবিবার (৩০ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে- আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায় যে, আগামী কয়েকদিন প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরীক্ষার দিনগুলোতে বৃষ্টি থাকলে প্রয়োজনে নির্দিষ্ট সময়ের আগেই কেন্দ্রের মূল ফটক খুলে দিয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের ব্যবস্থা করতে হবে।

এতে আরও বলা হয়, অনিবার্য কারণে কোনো কেন্দ্রের পরীক্ষা শুরু করতে আধাঘণ্টা কিংবা এক ঘণ্টা দেরি হলে জরুরি পরিস্থিতি বিবেচনায় সেই আধাঘণ্টা বা এক ঘণ্টা সময় সমন্বয় করে পরীক্ষা শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, এইচএসসি পরীক্ষার প্রথমদিনে আজ রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে পরীক্ষার্থীদের চরম দুর্ভোগে পড়তে দেখা গেছে। অধিকাংশ পরীক্ষার্থী কাকভেজা হয়ে কেন্দ্রে প্রবেশ করেছেন। অনেকে বৃষ্টি ও যানজটের কারণে দেরিতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছেছেন।

বেশিরভাগ শিক্ষার্থী ভেজা শরীরে তিন ঘণ্টার পরীক্ষায় অংশ নিয়েছেন। এতে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়তে পারেন বলে উদ্বেগ জানিয়েছেন অভিভাবকরা।

Header Ad
Header Ad

টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার!

টিউলিপ সিদ্দিক। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লেবার পার্টির সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে লন্ডনে একটি ফ্ল্যাট বিনামূল্যে নেওয়ার অভিযোগে তদন্ত চলছে। এ ঘটনায় তার বিরুদ্ধে রাজনৈতিক চাপ সৃষ্টি হচ্ছে এবং সরকারে তার বিকল্পের খোঁজ শুরু হয়েছে বলে দাবি করেছে সংবাদমাধ্যম দ্য টাইমস।

শুক্রবার (১০ জানুয়ারি) এক প্রতিবেদনে দ্য টাইমস জানিয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ সূত্রদের বরাত দিয়ে বলা হয়েছে, টিউলিপের বিরুদ্ধে ৩৪টি গুরুতর অভিযোগের মধ্যে একটি হল, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মিত্রদের কাছ থেকে লন্ডনে ফ্ল্যাট নেওয়া।

এমনকি তার বিকল্প হিসেবে কয়েকজন প্রার্থীর নামও আলোচনায় এসেছে। তবে কিয়ার স্টারমার তার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন এবং ডাউনিং স্ট্রিটের মুখপাত্র দাবি করেছেন যে, বিকল্প প্রার্থীদের তালিকা তৈরি করার খবর সঠিক নয়।

এদিকে, নিজেকে নির্দোষ দাবি করে টিউলিপ সিদ্দিক অভিযোগের তদন্তের জন্য উপদেষ্টা লউরি ম্যাগনাসকে চিঠি লিখেছেন। তিনি চিঠিতে বলেছেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বেশিরভাগই ভুল এবং সেগুলোর সত্যতা যাচাই করার জন্য স্বাধীনভাবে তদন্ত হওয়া উচিত।

টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার খালা শেখ হাসিনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে লন্ডনে কয়েকটি সম্পত্তি উপহার পেয়েছেন, এবং সেসব সম্পত্তিতে বসবাস করেছেন। সম্প্রতি প্রকাশিত এক অনুসন্ধানে জানা গেছে, টিউলিপকে লন্ডনের কিংস ক্রস এলাকায় এক আবাসন ব্যবসায়ী ৭ লাখ পাউন্ড মূল্যের একটি ফ্ল্যাট উপহার দিয়েছেন। তার বোনও একই ধরনের একটি ফ্ল্যাট পেয়েছিলেন। তবে টিউলিপের মুখপাত্র দাবি করেছেন, এসব অভিযোগ মিথ্যা এবং তার কোনোরূপ অপরাধ বা আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা নেই।

এছাড়া, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক (বিএফআইইউ) তার এবং তার পরিবারের সাত সদস্যের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণে দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে।

যদিও দ্য টাইমস জানিয়েছে, টিউলিপের বিকল্প হিসেবে যাদের নাম উঠেছে তাদের মধ্যে লেবার পার্টির কয়েকজন শীর্ষ নেতা এবং মন্ত্রিসভার সদস্য রয়েছেন। তবে টিউলিপের নিজেকে অযথা সন্দেহের বাইরে রাখতে তিনি তদন্তের জন্য সব সময় প্রস্তুত।

Header Ad
Header Ad

বুধবার বাইডেনের বিদায়ী ভাষণ

জো বাইডেন। ছবি: সংগৃহীত

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। তার পাঁচ দিন আগে ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দেবেন জো বাইডেন।

শুক্রবার (১০ জানুয়ারি) হোয়াইট হাউসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, বুধবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় প্রেসিডেন্ট বাইডেন ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে বিদায়ী ভাষণটি দেবেন।

এদিকে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছে মার্কিন কংগ্রেস।

চূড়ান্ত আনুষ্ঠানিক স্বীকৃতিতে বলা হয়, সর্বশেষ নির্বাচনে ট্রাম্প পেয়েছেন ৩১২ ইলেক্টোরাল কলেজ ভোট ও হ্যারিস পেয়েছেন ২২৬ ভোট।

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প।

Header Ad
Header Ad

মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ একাধিক

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে দুইজন নিহত ও একাধিক ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের কালীপুরা সংলগ্ন মেঘনা নদীতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম জানা গেছে অদুদ বেপারী (৩৫) এবং নাঈম (৩০)। তাদের উভয়েরই বাড়ি গজারিয়ার গুয়াগাছিয়ায়। গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. আলামিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতের অন্ধকারে নোঙর করা একটি বাল্কহেডের সঙ্গে দ্রুতগতির স্পিডবোটের সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত হন, তবে কতজন আহত হয়েছেন তা এখনো জানা যায়নি। তিনি আরো জানান, স্পিডবোটে ১০-১২ জন লোক ছিল বলে শোনা গেছে।

গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার জানিয়েছেন, হাসপাতালে তিনজনকে আনা হয়েছিল, তাদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় আনা হয় এবং অপরজন গুরুতর আহত। আহত ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, নিহতদের মরদেহ গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে নৌযানের একটি অন্যটিকে দেখতে পায়নি, যা এই দুর্ঘটনার কারণ হতে পারে। তবে দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণ করতে তদন্ত অব্যাহত রয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার!
বুধবার বাইডেনের বিদায়ী ভাষণ
মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ একাধিক
ঘুষের মামলায় দোষী সাব্যস্ত, তবুও নিঃশর্ত খালাস পেলেন ট্রাম্প
১০ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নিয়ে নতুন বার্তা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল
ঢাকার হারের হেক্সা, প্রথম জয় পেল সিলেট
খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, চিকিৎসায় নতুন পরিবর্তন
কিশোরগঞ্জে একটি আম বিক্রি হলো ১৬০০ টাকায়
সিঙ্গারা খেয়ে টাকা না দেয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ, বিএনপি নেতাসহ আহত ১৩
নওগাঁ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখতে সম্মত বিএসএফ
ইসলাম ‘অবমাননার’ দায়ে শ্রীলঙ্কায় বৌদ্ধ সন্ন্যাসীর জেল
৩০০ আসনেই প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ: শাকিল উজ্জামান
ডাক বিভাগে ৫২৪ পদে বিশাল নিয়োগ, আবেদন ফি ৫৬ টাকা
‘সাহস নিয়ে কাস্তে হাতে বসে ছিলাম, জীবন দিতেও দ্বিধা করতাম না‌’
এক ওসি পালানোর ঘটনায় আরেক ওসি প্রত্যাহার
কাল থেকে কলরেট, ইন্টারনেটসহ খরচ বাড়ছে ১০০ পণ্যের
জুলাই ঘোষণাপত্রে খুনিদের বিচার ও শাস্তির কথা থাকতে হবে: সারজিস
সংস্কারের পরিকল্পনাগুলো এগিয়ে নিয়ে বিদায় নেবো: শিল্প উপদেষ্টা