ইবিতে ভর্তিচ্ছুদের তৃতীয় মেধাতালিকা প্রকাশ, সাক্ষাৎকার ৬ ফেব্রুয়ারি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটে ভর্তিচ্ছুদের তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকার মধ্যে ‘এ’ ইউনিটে ৭৬৪ জন, ‘বি’ ইউনিটে ৩৬৩ জন এবং ‘সি’ ইউনিটে ২৮৫ জন ভর্তিচ্ছু স্থান পেয়েছেন।
আগামী ৬ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট ইউনিট কার্যালয়ে সকাল ১০টা থেকে এসব ইউনিটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এ সময় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি বা সমমান সার্টিফিকেট ও নিবন্ধন কার্ড সঙ্গে আনতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষে তিন ইউনিটে মোট ২ হাজার ৯৫ আসনের মধ্যে ভর্তি হয়েছেন ৬২০ জন। খালি রয়েছে ১ হাজার ৪৭৫ আসন। তৃতীয় মেধাতালিকার ভর্তি শেষে আসন খালি থাকলে পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
এসএন
