ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী মহাসম্মেলন শেষে পুরো ক্যাম্পাস পরিচ্ছন্ন করেছে তাবলিগ জামাতের স্বেচ্ছাসেবীরা। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ শেষে মঙ্গলবার (৫ নভেম্বর) তারা এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। সম্মেলনের কারণে বিভিন্ন স্থানে জমে থাকা পলিথিন, কাগজ, বোতলসহ অন্যান্য আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নেয়া হয়।
স্বেচ্ছাসেবী ইমরান জানান, “সম্মেলনে ব্যাপক জনসমাগমের কারণে প্রথম দিকে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়, তবে আমরা উদ্যোগ নিয়ে সম্মেলনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পরে থাকা আবর্জনা পরিষ্কার করার জন্য কাজ শুরু করি। আমাদের দেখে অন্য স্বেচ্ছাসেবীরাও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে যোগ দেন।”
এই উদ্যোগটি শিক্ষার্থীদের কাছেও প্রশংসিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশরেফা খাতুন তার ফেসবুক প্রোফাইলে পরিষ্কার কার্যক্রমের কিছু ছবি শেয়ার করে লেখেন, “তাবলিগের ছেলেরা ক্যাম্পাস পরিষ্কার করছে। তাদের দায় এড়িয়ে না যাওয়ার বিষয়টি প্রশংসনীয়। সমাবেশ শেষ হবার পরপরই তারা কাজ শুরু করেছে।”
অন্যদিকে, মুহাম্মদ ইয়াসিন হাসান শাকিল তার মতামত ব্যক্ত করে লেখেন, “এই সুন্দর উদ্যোগটি ইসলামের দাওয়াহ হিসেবে কাজ করতে পারে। সুন্দর আচরণ এবং কাজ ইসলামের প্রতি মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে।”
‘দ্য বিউটি অব ডিইউ ক্যাম্পাস’ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্কিত একটি ফেসবুক পেইজ থেকেও এই পরিষ্কার কার্যক্রমের কিছু ছবি পোস্ট করা হয়। সেখানে ক্যাপশনে বলা হয়, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাবলিগের সাথীরা সেন্ট্রাল লাইব্রেরি, টি.এস.সি., কলা ভবন, কার্জন হল এবং আশেপাশের এলাকা পরিষ্কার করেছে।”
পোস্টটি শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে অনেকেই তা শেয়ার করে স্বেচ্ছাসেবীদের প্রশংসা করেন।