স্বাধীনতা দিবসে পরীক্ষা! সংশোধন করলো জাতীয় বিশ্ববিদ্যালয়
করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষাসমূহের সংশোধিত যে সময়সূচি ঘোষণা করা হয়েছে তাতে ২৬ মার্চ স্বাধীনতা দিবসেও পরীক্ষা রাখা হয়। নতুন সময়সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর আবার তা সংশোধন করা হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে সরকার ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি সব স্কুল-কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে জরুরি নির্দেশনা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এরপরই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়।
এরপর মঙ্গলবার (২৫ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়।
স্থগিত পরীক্ষাসমূহের সংশোধিত সময়সূচি অনুসারে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। সংশোধিত সময়সূচিতে অনার্স ২য় বর্ষের একটি পরীক্ষা ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে দেখানো হয়। পরে রাত ১০টার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘অসাবধানতাবশত অনার্স ২য় বর্ষের একটি পরীক্ষা ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে দেখানো হয়েছে’ উল্লেখ করে তা সংশোধনের কথা জানায়। সংশোধিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) প্রকাশ করার কথাও জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে সর্বশেষ সংশোধিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
এপি/